পাতা:পঞ্জাবেতিহাস.djvu/১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২ - পঞ্জাব রাজ্যের ইতিহাস । পুৰুত্ব পাটনা বা আজীমাবাদ, এবং শতদ্রু নদীর শতবুেজ, চন্দ্রভার্গার চুনাব, ঐরাবতীর রাবী, বিস্তস্তার জীলম ও সিন্ধু নদীর নাম অটক ইয়াছে। পুরাবৃত্ত গ্রন্থে কথিত আছে যে পূৰ্ব্বে পঞ্জাবের প্রত্যেক ভূপ্রদেশ ভিন্ন২ স্বাধীন রাজার অধিকার প্রযুক্তশাল, গান্ধার, মদ্র, সিন্ধু, পঞ্চাল, ও কাশ্মীর নামে বিভক্ত ছিল, উক্ত রাজ্য মধ্যে পঞ্চ নদী ভিন্ন অন্য যে সকল সরিৎ আছে তন্মধ্যে বিপাশা নদী প্রধান ও পুণ্যতরা, বর্ষে প্রাগুক্ত নদী সমূহের জল প্লাবনে এই দেশের ভূমি অত্যুৰ্ব্বর এবং শস্য শালিনী হয়, পঞ্জাব রাজ্য স্বীপ ও বৃহৎ দুইখণ্ডে বিভক্ত, ইহার স্বল্প খণ্ড দক্ষিণ পশ্চিম পঞ্জাব ও বৃহৎ খণ্ড উত্তর পশ্চিম পঞ্জাব নামে প্রসিদ্ধ, শতদ্রু নদীর পরপরাধধি যমুনা নদীপৰ্যন্ত যেদেশ তাহারি নাম স্বল্প খণ্ড, এবং শতদ্রু নদীর পশ্চিমতীর হইতে সিন্ধু নদী পর্যন্ত ব্যাপক রাজ্যের নাম বৃহৎ খণ্ড। পঞ্জাবের বৃহৎ খণ্ড মধ্যে এই সকল নগর ও তৎসংসৃষ্ট ভূপ্রদেশ স্বনাম প্রসিদ্ধ বিশেষতঃ লাহোর, অমৃতসর, জলন্দর উঙ্গীরাবাদ, কাশ্মীর, পেশয়ার, জম্বু, কচ, অটক, হোসেন আবদুল, রাওয়ল পিণ্ডী, মাণিক আলোক, জালালপুর, আগর, সিন্ধুসাগর, দায়াববাড়ী, মুলতান, হাজার, কিশতা ওয়ার, নাগরকোট, নাদন, সুজনপুর কলুদেশ, মদীদেশ, ও দক্ষিণ পশ্চিম খণ্ড মধ্যে থানেশ্বর এবং পাটিয়ালা ।