পাতা:পঞ্জাবেতিহাস.djvu/২২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যুদ্ধখও | ૨૦૭ সৈন্যের গতি রোধার্থ অশ্বারোহি সৈন্যেরা অগ্রসর হইয়া বিপক্ষের অগ্ৰগামি সুরঙ্গ সজ্জায় ভূমিত উত্তঙ্গ তুরঙ্গ বল ও মাতঙ্গ দ্বারা আকৰ্ষিত তোপ নিচয় দর্শনে সুত্ৰস্ত-তৃদ্বয়ে বিনাযুদ্ধে ভঙ্গদেয়, পরে শীকেরা ੋਂ তোপদ্বারা অগ্নিবৃষ্টি করিতেই পূর্বের রণস্থল সমীপস্থ হইয়া পূৰ্ব্বস্থান পুনরধিকারার্থে মহোদ্যম করিল, পূৰ্ব্বযুদ্ধে বৃটিশ সৈন্যের বাৰুদ নিঃশেষ হওয়াতে তোপযুদ্ধ-করণে বিপক্ষ মুখে অগ্রসর হইতে পারিলনা পরিশেষে, সঙ্গিন ও অস্ত্রযুদ্ধে প্রবৃত্ত হইলে শীকেরাও তদুযুদ্ধে রত হয়, দিব দশদণ্ড পর্যন্ত ঘোরতর সংগ্রামে উভয়পক্ষে সহস্২ সৈন্যগণ ক্ষতবিক্ষত নিহত ও রণভূমে পতিত হইলে শীকের পলায়ন করিলেক এবং বৃটিস হয়াৰূঢ় সৈন্যেরা তাহারদিগের পশ্চাৎ ধাবিত হইয়া শুলতানওয়ালা, স্থানাধিকার পূর্বক বিপক্ষের পঞ্চ সহস্ৰ মোন বাৰুদ ঐস্থানে অগ্নিদ্বারা ভস্মসাৎ করিয়াদেয়, বিপক্ষের ভয়দ্রুত হইয়া পলায়নকালে কএকটা বৃহৎ তোপ কূপমধ্যে নিঃক্ষেপ করিয়াযায়; এতদুভয় দিবসে ২৪ ঘণ্টা ব্যাপক কাল মহাযুদ্ধে উভয় পুক্ষীয় সহস্র২ মৃত মনুষ্য অশ্ব উষ্ট্র ও গবাদিয়েছে রণস্কুল আচ্ছন্ন হইয়াছিল এক২ স্থলে স্তুবাকার মৃতদেহ কোন স্থানে শত২ মৃচ্ছিত আহত সৈন্য मूकेश्रेब এবং সহস্র২ আহত জীবিত লোকের ক্ৰন্দন নিতে যেন পাষাণ বিদীর্ণ হইতে লাগিল ষে সকল র