পাতা:পঞ্জাবেতিহাস.djvu/২৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যুদ্ধখণ্ড । २२> সিংহ আতরিওয়ালা স্বয়ং উপস্থিত ছিলেন, ঐ শিবিরের স্থানে২ সপ্ততি তৈাপ যোজিত হইয়াছিল । এবপ্রকারে উভয়পক্ষে যুদ্ধার্থ প্রস্তুত থাকিলেন এমত কালে রাজা গোলাব সিংহ বিংশতি সহস্থ পৰ্ব্বতীয় সৈন্য ও ত্রিংশৎ সহস্র ভার বাহি বলদের দ্বারা আগরীয় ওযুদ্ধ সামগ্ৰী সহিত লাহেশরে উপস্থিত হইলে লাহোরীয় যাবল্পীয় লোক সৈন্যগণ এবং রাজমাতা ও মন্ত্রিবর্গের তাহাকে আনন্দের সহিত অবলোকন করিতে লাগিলেন, পরে পঞ্জাবরাজ্ঞীর সহিত সাক্ষাৎ পূৰ্ব্বক উক্ত রাজা সন্ধিকরণার্থ দুই জন উকী লকে পত্র সম্বন্ধিত ফিরোজপুরে *পাঠাইয়াদেন, তাহার। উভয়ে ৯ ফিব্রুআরির পূৰ্ব্বাহে উক্ত স্থানে উপস্থিত হন, কিন্তু তৎকালে সবরাউনের শিবির আক্রমণার্থ যোদ্ধাগণের সজ্জিত হইতেছিল এবং আক্রমণোপযোগি যাবদীয় বস্তু প্রস্তুত হই য়াছিল একারণ *दखनृत्व বাহাদুর চতুর্থ যুদ্ধে প্রাক্তন পরীক্ষার প্রতীক্ষায় তাহারদিনকে তথায় বাস করিতে আজ্ঞাদেন । রাজ। গোলাব সিংহের মনোগত্ব তাৎপর্ঘ্য পূৰ্ব্বে উক্ত হই য়াছে এস্থলে কাৰ্য্যদ্বারা সাধারণের বোধগম্য হুইবে যে ঐ আত্ম হিতাথি রাজা সময় বিবেচনা পূৰ্ব্বক লাহোরে আগত হইয়া পরমাদরের সহিত রাজদরবারে গৃহীত হইলেন এবং যে কৌশলঞ্জ উকীল স্বয়কে দৌত্যকৰ্ম্মে নিয়োগ করলেন ও তাহার। এমত অসময়ে ফিরোজপুরে'আইলেন যে তৎকালে