পাতা:পঞ্জাবেতিহাস.djvu/২৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সন্ধিখণ্ড । ২৬৯ স্পদের অভিমন সিংহাসনে স্থাপন পুৰ্ব্বক ইষ্টমত অভীষ্ট লাভ করত শিমলা পৰ্ব্বতে যারাকরিলেন তৎপশ্চাৎ অশ্ব৷ রোছি সৈন্যগণ ২৩ মার্চে লাহোর পরিত্যাগ করিয়া ২৩ মার্চে নাগরঘাটের পথে শতদ্রুপার হইয়া नानाश्ांन शबन করিলেক, শ্ৰীযুত গবরনর জেনরল বাহাদুরের লাহোর পরি ত্যাগের পর পঞ্জাবের মধ্যে জনশ্রুতি হইয়াছিল যে পদ চুতি খালশ সৈন্যরা মানাস্থানে দলবদ্ধ হইয়া আছে তাহার। লাহোর আক্রমণ পূৰ্ব্বক ধাজমাতাকে তাহার প্রিয় মন্ত্রি লাল সিংহের সহিত সংহার করিবেক, ফলত পদচ্যুত খালশ সৈন্যের স্থানে২ দলবদ্ধ হইয়। পঞ্জাবের অনেকশনেক অধ্য ক্ষের নিকট সাহায্য যাচূঞা করিয়াছিল কিন্তু কেহ তাহারদিগের অভীষ্ট সাধনীয় কৰ্ম্মে হস্তক্ষেপ না করাতে তাহারু ভিন্ন ভিন্ন দলে বিভুক্ত ও রাজকীয় নূতন নিয়ম বশত অশাসন দৃষ্টে দসু্যু বৃত্তির অনুবত্তি হইয়া প্রজ গণের ধনাপহরণ করিতে লাগিল, ঐ সময়ে রাজদরবারে রাজা লাল সিংহে একাধিপত্যতায় অন্যান্য, সরদারের রাজ কাৰ্য্যে অমনস্ক থাকতে কিছু কাল দুষ্ট শাসন হয় নাই ঐ সময়ে পঞ্জার রাঞ্জীর লাল. সিংহের প্রতি স্নেহানুর ক্তির প্রাচুর্ঘ্য হওয়াতে রাষ্ট্র মধ্যে রাষ্ট্র হয় যে তিনি অবৈধ প্রীতি প্রসক্তিপ্রযুক্ত মন্ত্রির প্রতি প্রতিক্ষণ · প্রীর্তীক্ষণের -গঁহিত স্নেহ প্রকাশ করিয়া থাকেন কিয়ৎকালাত্যয়ে কালের