পাতা:পঞ্জাবেতিহাস.djvu/২৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সন্ধিখ গু। &b"> বৃটিল গবৰ্ণমেণ্টের ধন্থাগারে ন্যস্ত ছিল তাহা গ্রহণ করণার্থ অনুমতি দিলেম এমতে বৃটিস গৰুর্ণমেণ্টকে পঞ্চাশৎ লক্ষ মুদ্র প্রদত্ত হইল, তদনন্তর ঐ রাজা নিকটস্থ রাজ্য শাসনীয় কাৰ্য্যের ব্যস্ততায় শ্রাবণ মাস পর্যন্ত কাশ্লীর রাজ্য, গ্রহণীয় কৰ্ম্মে হস্তক্ষেপ করিতে পারলেন না। পণ্ডিতেরা কহেন যে আদান প্রদানীয় কৰ্ত্তব্য কৰ্ম্মে গতিক্রিয় হইলে তৎকাৰ্য্যে বিম্বোদয় হয়, মহারাজ গোলাব সিংহ এই প্রসিদ্ধ . বাক্যের প্রত্যক্ষানুভব করিলেন যেহেতু তাছার গতিক্রিয় দ্বার সময় প্রাপ্ত হইয় লাহোরের, মন্ত্রী রাজ্য লাল সিংহ ঈর্ষা বৈষম্য বশত অতিসংগোপনে কাশ্মীরের গবরনর সেখ মহিউদ্দীনের পুত্র শেখ ইমামুদ্দীনকে ১৮৪৬ সালের ২৫ জুলাই ১২ শ্রাবণে প্রচুর বৃত্তি দানের লোভদ অঙ্গীকার পত্র সহিত এই অভিপ্রায়ে এক গোপন পত্র লিখিলেন যে উক্ত গবরনর পরাক্রম প্রকাশ পূৰ্ব্বক রাজা গোলার-সিংহের সৈন্যগণকে কাশ্মীর হইতে প্রত্যাখ্যান করিয়া দেন এবং তদনন্তর কৌশলক্রমে কাশ্মীরস্থ সমস্ত সেনানীও সেনাগণের প্রতি এক রাজাজ্ঞা পত্র এই অর্থে পাঠাইলেন যে তষ্ঠার। নিৰ্ভয়ে শেখ ইমানুদ্দীনের আজ্ঞা পালন করিলে লাহোর গবর্ণমেণ্ট তাহারদিগের পূৰ্ব্বৰৎ বেতন প্রদান করিবেন । এইৰূপ প্ররোচনায় উক্ত গবরনর রাজোয়াড়ি বা পিলপিঞ্জল বম্বর ও অন্যান্য পৰ্ব্বতীয় হিন্দ ও যৰন রাজগণের সহিত প্রগাঢ়ৰূপে সংমুক্ত হইলেন তাহার