পাতা:পঞ্জাবেতিহাস.djvu/৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२७ ।। পঞ্জাব রাজ্যের ইতিহাস । নিৰ্ব্বিত গৃহাপেক্ষ কাষ্ঠময় গৃহে নি:শঙ্কে রছে এবং তণ্ডুলাম ও ফলমূল, সদ্য ও শুষ্ক মৎস্য মাংস ভক্ষণ ও হিমাতি শয়তা বশত মদ্যপান" করিয়া থাকে, এতদেশীয় আঙ্গুর ও দ্রাক্ষারস জাত মৃদির বিলাতীয় মেদার। লুরা অপেক্ষ মধুরা হয়, এবং ইক্ষুরস সম্ভব শর্কর উত্তম, হিন্দুস্থানের মধ্যে অস্ত্র,বস্ত্র,ও কাগজ এতদ্দেশে উৎকৃষ্ট ও সরোবর জলে সাঞ্জিরা নামক একপ্রকার জল ফল এত অপৰ্য্যাপ্তৰূপে উৎপন্ন হয় যে তাহা ভোজন দ্বারা অধিকাংশ ইতর জাতির দিন যাপন করিয়া থাকে । - • এতদেশজাত ঘোটক ক্ষুদ্রাকৃতি অতিসুদৃশ্য পরাক্রমী ও পরিশ্রমী, প্রজা দিগের হস্তি উষ্ট্রের পালন করণের প্রয়োজন করেন, নৌকা দ্বার। বাণিজ্য কাৰ্য্য নিৰ্বাহ হয়, এইদেশ নদী, হ্রদ ও পৰ্ব্বতীয় জলধারায় পূর্ণ, এবং তদ্বন্ধু সৰ্ব্বদা নৌকার যাতায়াত হইয়া থাকে, পৰ্ব্বতের মধ্যে অতুfত্তম লৌহ ও অন্য ধাতু এবং সৈন্ধব লবণ প্রাপ্ত হওয়া যায়, লোকেরা, লবণের দ্বারা নান। প্রকার ব্যবহার যোগ্য পাত্র প্রস্তুত করিয়া থাকে, পৰ্ব্বতে বহু মূল্যের প্রস্তুর ও নদী মধ্যে স্বর্ণ লাভ হয়, এবং নিযু শ্ৰেণীস্থপৰ্ব্বতের উপরি ভাগে স্বভাবত পিচ,আকরোট প্রভৃতি নান। ফলোৎপত্তি ও পশ্বাদির আহারীয় সুকোমল তৃণাদি জন্মে, তথায় সিংহ, ব্যাঘ্র, খড়গী প্রভূতি ভয়ঙ্কর জন্তু ভয় নাই, কিন্তু মশক মক্ষিক অতিশয় এবংতুঙ্গুটিকাও কখন উদয়পায়।