পাতা:পঞ্জাবেতিহাস.djvu/৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজ্যখণ্ড । ○ > রাজা মৃকল। ইছার পর মৃকল নামক এক দুৰ্বাত্মা রাজ্যাধিকারী হয়, সেকৌতুক করিয়া এক শত হস্তিকে পঙ্গে निर्भध করর্ত প্রাণ নষ্ট করিয়াছিল, শ্রুতি আছে তাছার অধিকার কালে ঐ দেশের নদী মধ্যে এক বৃহৎ প্রস্তর খণ্ড উদয় হইয়া নদীর সোতোবরোধ করিয়াছিল, রাজাজ্ঞাক্ৰমে ভাস্করেরা দিব কালে যে পরিমাণে তা হা চ্ছেদন করিত রাত্রে তৎপরিমাণে বৃদ্ধি হইত শেষ তদ্বিষয়ে অাঁকাশ বাণী দ্বারা উপদেশ হয় যে সাধী স্ত্রী স্পর্শে ঐ প্রস্তর অষ্ট্রশন হইবে একারণ তদেশের ক্রমশঃ বহুলক্ষ স্ত্রীরা স্পর্শ করাতে সিদ্ধি না হইলে ঐরাজা ক্ৰোধ পূর্বক ত্রিশলক্ষ স্ত্রী বধ করিয়াছিল পরিশেষে ঈশ্বরের করুণ প্রযুক্ত এলুকুম্ভকারীর হস্ত স্পর্শে তাহ অদৃষ্ট হয়। ঐ রাজা স্ত্রী হত্যার প্রায়শ্চিত্ত ৰূপ অনলে স্বদেহ ভস্ম করিয়া ছিলেন, রাজ; কুবাৰ্ত্তীক । অনন্তর এই রাজ্য রাজা কুরাজীকের শাসনাধীন হয়, ঐ રામ. বহু দূর পৰ্য্যন্ত ভারতু বর্ষ অধিকার করিয়াছিলেন তিনি এমত দয়ালু ছিলেন যে তৎকালে যবনাদির জীব হনৰ পূৰ্ব্বক মাংস খাইতে পারতুন , শলিমান পৰ্ব্বতের