পাতা:পঞ্জাবেতিহাস.djvu/৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१b~ পঞ্জাব রাজ্যের ইতিহাস । দক্ষ সেনাপতি দিগের অধীনে অনুনি যষ্টি সহস্র বৃটিস ও শীক সেনাগণ কাবল কান্দুছার যাত্রা করিল এবং গমন কালে তাহার বিবিধ দৈব বিড়ম্বনায় ক্ষীণ হইতে নাগিল। ঐযুত মে২কেনি,সাহেবের অধীনস্থ সৈন্যরা সিন্ধু দেশীয় আমীর দিগের দ্বারা উপদিষ্ট প্রায় সপ্তদশ সহস্র বিলোচি দলু দ্বারা বারম্বার উপদ্রুত ও দ্রব্য হয়, আমীরের অঙ্গী কৃত মিত্রতা ব্যবহার না করিয়া বিপক্ষত চরণে প্ৰবৰ্ত্ত হুইল, এবম্বিধায় সৈন্যরা ক্লিষ্ট ও খাদ্যভাবে দুঃখ সহিষ্ণু হইয়াসমস্ত পথ বিলোচি জাতির সহিত যুদ্ধ করিতেই চলিয়াগেল,অগ্রগামি বঙ্গদেশীয় সৈন্যর। ২৬ এপ্রেলে এবং বোম্বাইএর সৈন্যরা ঐত কোন সাহেবের সচিত ৪ মে প্রাতে কান্দহারে উপস্থিত হয়। তদনন্তর কাপ্তেন ষ্টাকলি সাহেব ও সাহ! শুজার সেনা পতি কাপ্তেন এণ্ডরসন সাহেব বোলান পাশ উৰ্ত্তীর্ণ সময়ে বিলোচি দিগের দ্বারা অত্যন্ত উপদ্রুত হইয়া ও তৎপশ্চাৎ সাহা শুজাস্বসৈন্য সহিত কান্দহারে পহুছিলেন, ঐ কালে কান্দহারের প্রান্তরে সমুদয়ে উনক্রিশৎ সহস্র সৈন্য একত্রিত হয়। আত্ম শঙ্কা বশত, কান্দহারাধ্যক্ষ স্বপরিবার ও অত্যপ স্বালুচরের সহিত কান্দহ্লার হুইতে পলায়ন করত জিরিস্ক ‘দুর্গে সুন্ধারিত হয়েন, সুতরাং বৃটিশ সৈন্যরা বিনাযুদ্ধে নগরা ধিকার পূর্বক দর্গশূঙ্গে জয় পতাকা উড়ডিয়মান করিল।