পাতা:পণ্ডিতমশাই-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১২ পণ্ডিতমশাই গোপাল পা ছিনাইয়া লইয়া বলিলেন, অন্তায় বই কি ! মামা, উরি অন্যায় করেছে। আমি ডাক্তার আমি জানি নে, তুমি দুর্গাদাসের কাছে দুছত্তর ইংরিজী পড়ে, মামাকে জ্ঞান দিতে এসেচ ! এত বড় পুকুরে দুখান কাপড় কাচলে জল নষ্ট হয়! আমি কচি থোকা! এ আর কিছু নয় বাপু, এ শুধু টাকার গরম। ছোটলোকের টাকা হলে যা হয় তাহা নইলে বামুনের তুমি ঘাট বন্ধ করতে চাও ? এত দর্প! এত তুংঙ্কার। যাও—যাও--অামি তোমার বাড়ি মাড়াব না । ছেলের জন্ত বৃন্দাবনের বুক ফাটিয়া যাইতেছিল, পুনরায় ডাক্তারের পী জড়াইয়া ধরিয়া মিনতি ধরিতে লাগিল—ঘাট মানচি, পায়ের ধূলো মাথায় নিচ্চি ডাক্তারবাবু, একবার চলুন ! শিশুর প্রাণ বাচান। একশ টাকা দেব—দুশ টাকা, পাচশ টাকা—যা চান দেব ডাক্তারবাবু, চলুন—ওষুধ দিন । পাচশ টাকা ! গোপাল নরম হইয়া বললেন, কি জান বাপু, তা হ’লে খুলে বলি । ওখানে গেলে আমাকে একঘরে হতে হবে । এইমাত্র তারাও এসেছিলেন—না বাপু, তারিধামামা অনুমতি না দিলে আমার সঙ্গে গ্রামের সমস্ত ব্রাহ্মণ আহার-ব্যবহার বন্ধ করে দেবে। নইলে আমি, ডাক্তার, আমার কি ! টাকা নেব ওষুধ দেব । কিন্তু সে ত হবার, যে নেই । তোমার ওপর দয়া করতে গিয়ে ছেলেমেয়ের বিয়ে-পৈতে দেব কি করে বাপু ? কাল আমার মা মরলে গতি হবে তার কি করে বাপু ? তখন তোমাকে নিয়ে ত আমার কায চলবে না। . বা ক কার্য কর, ঘোষালমশায়কে নিয়ে মামার কাছে ঘ{ও—তিনি প্রাচপ লোক,তার কথা সবাহ শোনে —হাতে পায়ে ধরগে—কি জান বৃন্দাবন,তারা একবার বললেই BDSKDtBB BBBB BBB BB BBB BBBSSSBBBB BB BBS