পাতা:পত্রচিন্তামণিগ্রন্থঃ.djvu/২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( २० ) লষিত সকল শোক সন্তাপ পদনাশক বিদগ্ধ নায়ক মচ্চিত্ত রঞ্জক প্রভূবর প্রাণেশ্বর শ্ৰীলক্রযুক্ত বাবু নবকিশোর চট্টে। পাধ্যায় মহাশয় মদীয় হুদয় সিংহাসন সমাসীনেৰু। ৩২ ৷৷ পত্ৰীপাঠঃ । ঐপাদপঙ্কজ ধ্যায়িনী শ্ৰীনীলমণি দেব্যাঃ সবিনয়নয়ান্বিত শতসহস্র সাষ্টাঙ্গ প্ৰণিপাত প্রণামানন্তর নিবেদনীয়মিদং । ভবদীর শ্রীচরণারবিন্দ নিস্যন্দ মকরন্দপানে মধুকরীব শুভবম্ভৰদগুণগ্রামগানে সতানমানে নিমগ্‌নে সাদ্র নয়নে আধিভৌতিকাদি দুঃখ খণ্ডনে শমন ভবন গমন বঞ্চনে চির কাল কালহরণে সৰ্ব্বত্র শিবমিতি বিশেষঃ । পরে মহাশয় ধনে। পার্জনে বহুদিনে বিদেশ গমনে ভবনাগম বিস্মরণে সুথি মনে কালযাপন নৈপুণ্য আছেন কিন্তু চিরবিরহিণী অধী নীর দৃষ্ট দ্বশাসনে দুর্দশান্তরে দশপ্রোপ্ত হইয়া কায়ন্ত্রদে অবিরোধে বিষদ কোকনদ প্রফুল্ল সত্তত মনোহর নির্ভর কবন্দভরে নিরন্তর মধুকরানবসরে সরসে বিরস তাহাতে অরুশ কেবল কৰ্ম্মবশ সদাপযশোভয়ে ভীতা কম্পিতা চকিত৷ সদাসদন সমাগত ভবতে ভাবনে ক্ষণুেখ ক্ষ৭দ। ক্ষণদা প্রায় তায় বিকচ কুমুদ কাননে অলিকুল আকুল কুজনে খরতর স্মর শর সমাকর্ষণে প্রায় বিগতপ্রাণে গগন ভবনে তারাবলোকনে ভারাকার নয়নতারাশিত জলধার। মোচনে এতৎকালে কালৰূপ কালযাপন করিতেছি মহাশয় শুভাশয় শুভী দায় প্রতি শুভদৃষ্টিদানে অসৌভাগ্য দূর করিতে অজ্ঞ।