পাতা:পত্রচিন্তামণিগ্রন্থঃ.djvu/৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( 8S ) বিষয় কৰ্ম্মাদি করিয়া প্রতিকাল প্রতিপালন হইয়াছেন তাহ। শ্ৰুত আছি এক্ষণ তাছারদের লোকান্তরে মদীয় নাবালগতা ও অযোগ্যতা প্রযুক্ত হজুরে উপস্থিত না হওয়ায় একাল পর্যন্ত কাল হরণ হইয়াছে এক্ষণে হুজুর পালন কৰ্ত্ত এদীনের প্রতি এদিনে কৃপাবলোকনে কৃতাৰ্থ করিকে আজ্ঞ। ছয় ইতি দানী শাবদ ৯৪ সাল ২৫ শ্রোবণ । বিষয়াধিকার পত্র । সকল শোভনম্পদ গ্রপ্রাণবল্লভ সিংহ সচ্চরিত্ৰেষু আমার অধিকার কভুমী অমুক পরগনা সংক্রান্ত অমুক গ্রামের বার্ষিক রাজস্ব আদায় কারণ রাজস্ব হর কৰ্ম্মে তোমাকে নিযুক্ত করা গেল তুমি সৰ্ব্বদা উপস্থিত থাকিয়া সাবধানৰূপে স্বনিৰূপিত সকল কাৰ্য্যাদি সমাধান করিবা কোনো বিষয় ক্ষতি নাহয় জ। নিবা ষদ্য পি তোমার আলস্য ও অশ্রদ্ধাদিজন্য কোন বিষয় ক্ষতি হয় তবে তাহারও স্বকৃত ক্ষতি পূরণের ভার তোমার এহেতুক কোন আপত্তি করে তাহ অগ্রাহ্য এবং তোমার আত্মপদ নিৰূপিত এতৎ পরিমিত বেতন বাদে কালেই সমুদায় রাজকর প্রধান রাজস্বের কার্য্যকারকেরদের নিকট আদায় করিব। এতদৰ্থে অঙ্গীকার পত্র লইয়। রাজস্বত্বর অধিকার পত্র লিখিয়া দিলাম ইতি দানীশাদ ৯৪ সাল ২৮ etद१ ।।