পথের দাবী চতুর্থ অঙ্ক واننج وج ডাক্তার ৷ আছে বৈকি ! তবে বাচাও অসম্ভব নয়। বঁচিলেই সুদীর্ঘ কারাবাস। ভারতী। তার স্ত্রী, তার ছোট্ট মেয়ে ? ডাক্তার। স্বমিত্রা জানেন । ভারতী। তাদের কী হবে দিদি ? সুমিত্রী। কী হবে জানি না । ভারতী। দাদা ? ডাক্তার। আমরা গৃহী নই, আমাদের ধন সম্পদ নেই, বিদেশীক আইনে নিজের জন্মভূমিতে আমাদের ঠাই নেই। বনের পশুর মতে বনে জঙ্গলে অন্ধকারে আমরা লুকিয়ে বেড়াই। সংসারীর দুঃখ মোচন করবার শক্তি ত আমাদের নেই ভারতী । সুমিত্রা । তলোয়ারকরের দেশে এইমাত্র আমরা টেলিগ্রাম ককে দিয়ে এলাম। দেশ থেকে কেউ যদি এসে ওদের নিয়ে যায়, ওরা আশ্রয় পাবে। ভারতী । কেউ যদি না আসে ? সুমিত্র । না আসে, নিরুপায় বিধবার যা হয়, তলোয়ারকরের বিধবারও তাই হবে। ডাক্তার। বিদেশী রাজার জেলের মধ্যে যদি আজ তলোয়ারকরকে মরতেই হয় ভারতী, পরলোকে দাড়িয়ে স্ত্রী-কন্যাকে ভিক্ষে করতে দেখে চোখ দিয়ে তার জল গড়িয়ে পড়বে সত্য, কিন্তু একথা নিশ্চয় জেনো, দেশের লোকের বিরুদ্ধে ভগবানের কাছে কখনো একটা নালিশ সে জানাবে না। লজ্জায় তার মুখ ফুটবে না । ভারতী। এই তো তোমাদের পরিণাম ? ডাক্তার। এ কি তুচ্ছ পরিণাম ভারতী ? জানি দেশের লোক
পাতা:পথের দাবী নাটক.djvu/১৩৭
অবয়ব