ՖՀե, পথের দাবী চতুর্থ অঙ্ক করেন বটে, কিন্তু যাকে ভালোবাসেন, তাকে ভালোবাসতেও জানেন। মাতুমের মধ্যে যে হৃদয় বস্তুটি আছে, সে আমাদের সংসর্গে এখনো শুকিয়ে কাঠ হযে যায় নি, ফুটন্ত পদ্মেধ মতোই তাজা আছে। হীরাসিং— ! ইরাসিং । Ready ! গুরুজী— Moynto I Thank you ! Thank you ! Thank you ! Mawto But when—
- Tifos I Now
সব্যসাচী । চল সর্দারঞ্জী ! সুমিত্রা । আমি কি করব বলে যাও ? সব্যসাচী । তুমি মুরাবায় ফিরে যাও। সেখানে তোমার দাদামশাই অতুল ঐশ্বৰ্য্য নিযে তোমার জন্যে অপেক্ষা কবচেন । সুমিত্র । তোমাব আদেশে তোমাব জন্ত অনন্তকাল অপেক্ষা করতে পারি। তবুও বলে যাও আবার কবে তোমার দেখা পাব। সব্যসাচী। সে শুধু জানেন ওপরের বিধাতা পুরুষ। শশি । সব যেন ফাঁকা হয়ে যাচ্ছে ডাক্তার । সবাসাটা হো হো করিয়া হাসিব উঠলেন হামুন, আর যাই করুন, আপনি কাছে নেই মনে হলে সমস্তই যেন ব্ল্যাঙ্ক, ঝাপস চয়ে আলে। কিন্তু আপনার প্রত্যেকট হুকুম আমি মেনে চলব। সব্যসাচীণ যথা ? শশি। যথা মদ খাব না, পলিটিক্সে মিশব না, ভারতীর কাছে থাকব, এবং কবিতা লিখব ।