૭ পথের দাবী প্রথম অঙ্ক মুক্তি দিলেই সে রাজনীতিক বন্ধন থেকে মুক্তি পাবে। তিনি আরো বলতেন, জাতীয়তার চেয়ে আন্তর্জাতিকতা বড় । শশি । তিনি আমাকেও একদিন বলেছিলেন, শশি, বর্মীদেব অশ্রদ্ধা কোর না। এর সংস্কার বর্জন কবেচে, স্বাধীনতার হাওয়t এদের অন্তঃপুরেও বয়ে চলেছে। ধৰ্ম্মেব বাধা, বর্ণের বাধা, আচারের বাধা, এরা জয় করেচে। বৰ্ম্মাতেই সাম্য সহজে প্রতিষ্ঠিত হবে । থেনমঙ, । আমারো তাই বিশ্বাস, কবি । এস বাবা ভটচয, তুমি বাঙ্গালী, তাই আগে বাঙ্গালী কবিব সঙ্গে তোমারই পরিচয় করিয়ে দিই ! এটা আমার ছোট জামাই রাইমোহন ভট চাধ । শশি । তাই ত থেনমঙ ! আপনার ছোট জামাই কেবল বাইমোহন নন, রমণীমোহনও । 輸 থেনমঙ,। তা বলতে পাব কবি। আমার ছোট মেযে নিজে পছন্দ কবে ওকে বিয়ে করেছে । শশি । আমি আজ গুরই গেজে এসেছি মিঃ মঙ, । ৰাইমোহন । আমাব থোজে । শশি । আঞ্জে হ্যা। দড়ি ছিডে গোয়াল থেকে আপনিই পালিয়ে এসেচেন ত ? বাইমোহন । আপনি বলছেন কি ! শশি । বুঝতে পারছেন না, নবতারা আমাকে পাঠিয়েছেন। রাষ্টমোঙ্গন । নবতারা ! শশি । আজ্ঞে, হ্যা । রাইমোহন । তিনি কন কে ! শশি । নবতাবাকে আপনি চেনেন না নাকি । রাইমোহন। নামও কখনও শুনিনি। আর শুনতে চাইও না ।
পাতা:পথের দাবী নাটক.djvu/১৭
অবয়ব