বিষয়বস্তুতে চলুন

পাতা:পথের দাবী নাটক.djvu/৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8&9 পর্থেব দাবী প্রথম অঙ্ক মুমিত্র । না, না, এখুনি চলে যেবে না। ডাক্তার কোন কথা না কহিবা দুই হাতে তাহার দুই বাহ ধরিয তাহার মুখের দিকে চাহিয়৷ রহিল, তারপর কহিল ডাক্তার। আমার কাজের ভার সত্যিই কি তুমি নিয়েচ ? সুমিত্র । নোব না এমন কথা ত কোন দিনই বলিনি। ডাক্তাব । নিতে ভবসা হয় ? সুমিত্র । সে দস্তও কখনো প্রকাশ করিনি । ডাক্তার। একটু আগেই যে বলে, তোমার ওপর কাজ দিয়ে স্মৃতির বাইবে তোমাকে ফেলে রাখতে চাই ? সুমিত্র ডাক্তারের নিকট হইতে সরিয৷ যাইতে যাইতে কহিল সুমিত্র। এত বড় নিষ্ঠুর তুমি, যে আমাব এই অভিমানটুকু ৪ তুমি রাখবে না ? ডাক্তার। পথের দাবীব কাজে কি তোমাব তৃপ্তি নেই ? সুমিত্র । আছে। উৎসাহ নিয়ে এ কাজ কেবল ততক্ষণই কবতে পাবি, যতক্ষণ মনে করি এ তোমালই কাজ, আমি মাত্র উপলক্ষ । কিন্তু যখনই এব বাইবে ভোমায় চলে যেতে দেখি, তখনি বুঝি, কত ক্ষুদ্র, কত তুচ্ছই না এই কাজকে তুমি মনে কব—আর কত ছোট কবেই ন৷ আমাদের তুমি দ্যখি । ডাক্তার। না, না, তোমাকে আমি ছোট মনে কবিন, সুমিয়া । সুমিত্র। নিশ্চয কর। নইলে এই খেলনা দিয়ে তুমি আমাকে ভুলিয়ে রাখন্তে চাইতে না । হমিত্র সরিয়া গেল ডাক্তার। “পথের দাবী” আমাব নয়, তোমারই বল্পনা-প্রস্তুত । তুমিই