& 8 পথের দাবী দ্বিতীয় অঙ্ক ভারতী। কি করি বলুন ! বেচাবার বসন্ত হলো। আপনি নেই। হাসপাতালে ও যেতে চাইলে না । বাধ্য হয়ে আমাকেই ভার নিতে হোলো। কিন্তু এ সব আপনি কি করে জানলেন ? অপূৰ্ব্ব । তেওয়ারী বল্পে। বল্লে, বাবু, ভারতী দিদি মানুষ নয়, দেবী। অামাল মা-ও ও-রকম কবে আমাকে বাচাতে পারতেন না। ভারতী । কিন্তু একটা ভারি বিপদ হয়েচে যে ! অপূৰ্ব্ব । কি বলুন তো ? ভাবতী। আপনাকে অনেক টাকা খরচ কবে তেওযারীর প্রায়শ্চিত্ত করাতে হবে । আমার হাতের জল, আমার তৈী পথ্য, তাকে খেতে হয়েচে । অপূৰ্ব্ব । তেওয়ারীকে, রোগে পড়ে খেতে হয়েচে, কিন্তু আমাকে সুস্থ থেকেই পেতে চলে । ভারতী। বেন ? অপূৰ্ব্ব । নইলে আমি মবে যাব। ভাবতী । মে কি ! অপূৰ্ব্ব । তেওয়াবীব সুস্থ হয়ে উঠতে এখনো অনেক দেরী আছে। উড়ে দামুনটাব বান্না আমি মুথে তুলতে পারি না। মান্তষ না খেয়ে বঁাচে কি করে বলুন ? ভারতী। তাই আমাকে আপনার রাধুনীব চাকরী নিতে হবে ? অপূৰ্ব্ব । আমি ধে আমার মধেব চীতের রান্না খেয়ে বড় হয়েচি । ম। আমার রাধুনি নন, তবুও তিনি রাধতেন। ভারতী। তা হলে মাকেই আনিয়ে নিন। অপূর্ব। বুড়োমানুষকে এখানে এনে কি হবে ? আপনিই তো রয়েচেন ।
পাতা:পথের দাবী নাটক.djvu/৬৫
অবয়ব