वेियैश्च चि পথের দাবী ఆ পথের দাবীর দল হচ্ছ আসলে সমাজ সংস্কারকের দল। সে কাজে আমার আদৌ উৎসাহ নেই। আচ্ছ, গুডনাইট্ অপুৰ্ব্ববাবু। হাত বাড়াইয়া দিল। অপুৰ্ব্ব হাত মিলাহল। ডাক্তার একটু চাপ দিল অপূৰ্ব্ব । উঃ ! উঃ ! ডাক্তার হাত ছাড়ির দিল । অপূর্ব হাতপুনি কিছুকাল নাডিয়৷ বা হাত দিয়া চাপিয়া ধরিল এইবার বুঝেচি ! ডাক্তাব । ( হাসিয়া ) কি বুঝলেন ? অপূৰ্ব্ব । সেদিন পুলিশের অফিসে কাকবাবু বলেছিলেন পাচ সাতজন পুলিশের ভবলীল শুধু চড় মেরেই তিনি সাবড়ি কৰে দিতে পারেন। সেদিন কাকাবাবুব মুখের ভঙ্গা দেখে চেলেছিলুম। কিন্তু এখন মনে হচ্ছে গলা ঠিক হয়নি। আপনি পাংলেও পাবতে পারেন । ডাক্তার। আপনাৰ কাকাবাবু কাকে ও কমপ্লিমেণ্ট দিয়েছিলেন ? অপূৰ্ব্ব। আপনাকে । সব্যসাচীকে ! ডাক্তার। আবারে ভুল করচেন অপূৰ্ব্ববাবু! সব্যসাচীর আত্মপ্রকাশের সময় এখনো আiলেনি। গুড নাইট্। ভারতী। আসুন আমার সঙ্গে । অপূৰ্ব্বকে লইয়। ভারতী চলিযা গেল। ডাক্তার মাথা নত করিয়া ধাড়াইয়া রহিল । সুমিত্র প্রবেশ করিল মুমিত্র । কি ভাবচ ? ডাক্তার। অপূৰ্ব্বর কথা ! এত ভীতু মানুষ। সুমিত্রা। ভাবতী ওর সব দায়িত্ব নিয়েচে । ডাক্তার। অপূৰ্ব্ব ডাগ্যবান ! কিন্তু ভারতী কেন একাজ করলে। ভূমি নিশ্চয় পারতে না !
পাতা:পথের দাবী নাটক.djvu/৭৮
অবয়ব