পাতা:পথ-নির্দ্দেশ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পথ-নির্দেশ মা বলিলেন, কলকাতায, তেবে দাদাব বাড়ীতে। অামাব আবাব দাদা কে ? কোন দিন ত ঠাল কথা বল নি ? মা একটু চুপ কলিমা বলিলেন, এত দিন আমাব মনে পড়ে নি মা । ঙ্গেম অতিশয বুদ্ধিমতী, সে থমকিবা দাডাইযা বলিল, কােজ নেই মা, কাক বাড়ী গিয়ে । দেশে থেকে দুঃখ কবলে আমাদের দুটো পেটের ভাত জুটবে –আমি ঘল ছেডে • কোথাও যীপ না । সুলোচনা উদ্বিগ্ন-কণ্ঠে বলিয়া উঠিলেন, দাডস্ নে চেম, সকাল হ’যে যাবে। চলিতে চলিতে বলিলেন, তিনি তোকে অনেক লেখাপড়া শিখিয়েছেন –সে সমস্ত জলে ফেলিস্ নে। তুই আমাকে কি বলবি ষ্টেম । আমি জানি, ধরে ব’সে মাযে-ঝিযে দুঃখ কবলে পেটেল ভাতটা জুটবে, কিন্তু তোব বিধে দেব কি কবে বল দেখি মা ? হেম বলিল, বিধে নাই দিলে ? জগত যাবে মে বে । হেম বলিল, গেলেই বা মা । আমব দুটি মাযে-ঝিযে থাকৃব—দুঃখ ক'লে খাব, আমাদের জাত থাকলেই বা কি, 업