পাতা:পথ-নির্দ্দেশ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পথ-নির্দেশ হেমেব সৰ্ব্বদা ব্যবহারেব জন্ত গর, চুড়ি, বালা প্রভৃতি কতকগুলা অলঙ্কাব গুণী কিনিয়া আনিযাছিল। স্বলোচনা দেখিয়া বলিলেন, কেন বাবা, এ সব ? গুণী বলিল, এই ক'টিতে কি হবে মা, আবে ঢের চাই। শুধু হাতে ত মেযে পাব হবে না। সুলোচনা আবে কথা কহিতে পাবিলেন না । কিন্তু তিনি মনে মনে উদ্বিগ্ন হইযা পডিযাছিলেন । এই দুটিতে কেমন কবিয যে এত সত্বব এত আপনাব হইযt গেল, এই কথা তিনি যখন তখন ভাবিতে লাগিলেন । একদিন তিনি গুণীকে ডাকিযা বলিলেন, এই সাম্নেব অঘ্রাণ যেন ব’যে না যায যাবা। যেমন ক’বে তোক্, ওব বিয়ে দিতেই হবে। মেরে বড় হষে উঠেছে। গুণী, বলিল, সে জন্য তুমি নিশ্চিন্ত থাক মা । কিন্তু হাত-পা বেঁধে জলে ফেলেও ত দিতে পাবল না । একটি স্থপাত্র চাই । স্বলোচনা দীর্ঘনিশ্বাস ফেলিলেন, বলিলেন, মুপাত্র অপাত্র ওব অদৃষ্ট গুণী । আমাদেব কাজ আমব করব, তাবপব ভগবানেব হাত । সে ঠিক কথা মা, বলিয গুণী চলিযা গেল। তাহার মুথের উপব দিয একটা কাল ছাষা ভাসিযা গেল, স্বলোচনা Se