পাতা:পথ-নির্দ্দেশ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পথ-নির্দেশ হেম তাড়াতাডি তাহাব মুখে হাত চাপা দিযা কাদিয উঠিযা বলিল,কি কলে তুমি সুখী হও—আমাকে বল, তাই কবৃব। আমি ত কোনদিন তোমাব অবাধ্য হইনি মা ! সুলোচনা অনেক কষ্টে ত্যগব অলশ হাতখানি হেমেল মাথায বাখিবা বলিলেন, সেই জন্যই ত পুণ্ডে মলচি তেম। আমাব যা বলাবাব, তা আমি গুণীকে ব’লেচি, দবকাব হ’লে সেই তোকে বলবে। তুই কিন্তু আজ এই কাপড়খানা তোব ছেডে আয। যে কাপড় প’লে এক বছর আগে এই ঘরে এই থাটের উপলে এসে বসতিস্,যে সব গযন পরে আমাকে প্রথম প্রণাম কলতে এসেছিলি, অমল গুণীব দেওয়া সেই কাপড়, সেই গঘন প'লে আমাব সাম্নে আঘ। এক দণ্ডেব জন্যেও আমাব নিজেব পাপ থেকে আমাষ মুক্তি দে । ঙ্গেম নিঃশব্দে উঠিযা গিয তাহাব আদেশ পালন কবিয়া ফিবিয আসিয়া বসিলে তাঙ্গল ওঠপ্রান্তে যেন ঈষৎ হর্ষেব আভাস খেলা কবিয গেল। তিনি অপেক্ষাকৃত সুস্থভাবে বলিলেন, মা, চৌত্রিশ বছৰ বাসে আমাব যে জ্ঞান কোনদিন হন নি, সে জ্ঞান, সে বুদ্ধি এক নিমিষে হযেছিল, যেদিন পশ্চিম থেকে ফিবে এসে তোকে প্রথম দেখি । লোকে বলে মাথায বাজ পড়া, কি জানি মা, সে কি বকম, কিন্তু সেদিন আমাব যে বাথ বেজেছিল, তবে অৰ্দ্ধেক ব্যথাও নদি 8 S