পথ-নির্দেশ তোমার স্বামীকে তুমি ভালবাসতে কি ? একটুও না। সে কথা আমার কোনদিন মনেও হয় নি। সেখানকাব একটি পযসার জিনিস সঙ্গে আনি নি, তাদেব দেওযা একখানি কাপড় পর্য্যন্ত প'বে আসি নি । পেটে যা খেযেছি, তাব চতুগুণ দিযে এসেছি—এমনি তাদেব সঙ্গে আমাব সম্পর্ক । গুণী বলিল, কিন্তু র্যাবা সতী-লক্ষ্মী তারা নিজেদের স্বামীকে ভালবাসে। বিধবা হ’লে কিন্তু তাব মুখ মনে ক’বে আবে বিযে কবে না । তোমাব মাব মত তাবা মলণ-কালে ‘স্বামীর কাছে যাচ্ছি’ মনে কবেন। হেম বলিল, আমাকে তোমলা জোল ক’বে ধ'বে বেঁধে বিযে দিযেছিলে। আমি সতী-লক্ষ্মী তাই মবণ-কালে আমি তোমাব কাছে যাচ্ছি, এই কথাই মনে কবব । আচ্ছ গুণদা, মূবে কি তোমার কাছে যেতে পাব ? তাহাব কথাব মধ্যে জড়তা নাই, দ্বিধা নাই, লজ্জাব লেশমাত্র নাই, এ যেন কাঙ্গর কথা কে বলিযা ঘাইতেছে। তখনকাব হেমেব সঙ্গিত আজিকাব চেমেব যেন সংশ্ৰব নাই । গুণী স্তম্ভিত হইযা বহিল। চেম বলিল, বল তোমার কাছে যেতে পাৰ্বল কি না ? গুণী বলিল, না । Qく
পাতা:পথ-নির্দ্দেশ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৫৬
অবয়ব