পাতা:পথ-নির্দ্দেশ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পথ-নির্দেশ কেন ? আজ দুপুর-বেলা বামুনঠাকুবেৰ ঘব থেকে টেলিগ্রাফ এসেছিল, তবে মাযেব ব্যামো। আমি তিনমাসেব মাইনে দিযে তাকে ছুটি দিযেচি, সে চ’লে গেছে। বৰ্ণধবে কে ? লতদিন লোক না পাওলা যাশ, ততদিন আমিঠ বাধধ । গুণীদ, তুমি একটি বিযে কব । কেন ? কেন আবাব কি ? বিলে কববে না - সংসাব চালাবে কে z তোমাকে দেখবে শুনবে কে ? তুমি । মে হাসিয| বলিল, আমি বুঝি চিবকাল এই স“সাব বাডে ক'বে থাকব ? আমাকে কাজ কতে হবে না ? আমাকে দেখা-শোনা বুঝি কাজ নয় ? হেম হাসি মুখে বলিল, তোমাব সঙ্গে তর্ক কবে আমি পাবি নে ৷ না, না, সে হবে না । তোমাদেব বেশ বড় মেঘে পাওযা যায। দেখে শুনে একটি বিযে কব, আমি তার হাতে সংসাব দিযে কাশী যাই। গুণী বলিল, আচ্ছ, তুমিও একটি বিযে কব, আমিও কবি । Qしア