পাতা:পথ-নির্দ্দেশ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পথ-নির্দেশ দুঘণ্টাতেই কি হবে ? গুক বলেচেন অন্ততঃ দুহাজাব জপ কবা চাই । গুক বলেচেন ? গুব কে ? হেম বলিল, আমি সে এবাবে কাশীতে মন্ত্র নিযেছি । আমীব গুক, কাশীবাসী সন্ন্যাসী । আহা, তাকে দেখলে 'আব সংসালে ফিবতে ইচ্ছে তযু না । আবাব কত দিনে র্তাব চরণ দর্শন পাব তাই ভাবি । মনে কচি, কাল-পবগুব মধ্যেই ফিল্ব। গুণী কিছুক্ষণ চুপ কবিয থাকিল৷ বলিল, কাল-পবশুব মধ্যে কি ক’লে ফিববে ? আমি ত এখনো বেশ সাবি নি হেম, আমাকে দেখবে কে ? হেম একটু অপ্রতিভ হইয বলিল, ও কিছু নয—ওটুকু দুদিনেই সেবে যাবে। গুণী বলিল, অন্তত:, সে দুটো দিন ত তোমাকে থাকতে হবে ? আচ্ছা, না হয থাকুব । বলিযা হেম চলিযা বাইতেছিল, গুণী ডাকিযা বলিল, শোন, কাণ-পবশুই ঘেযে, কিন্তু আবাব কত দিনে ফিবে ? এখন বোধ চব শীঘ্র ফিরতে পাব না। আমাকে তুমি মাসে একশ টাকা ক’লে পাঠিযে, তাতেই চ’লে যাবে, তাব কমে হবে ন} t やう。