পথ-নির্দেশ নির্নিমেষ-নেত্রে মেঝেব দিকে চাহিযা বসিয়া বহিল। গুণী অত্যন্ত ব্যাকুল হইযা ডাকিল, হেম, কথা শোন। ঙ্গেম তদুত্তবে একটা দীর্ঘশ্বাস ফেলিফ স্থিৰ হইয়া বহিল। গুণী শয্যাব উপব কোন মতে উঠিযা বসিল, তাহাব পব খাট হইতে নামিয়া ধীরে ধীবে অতি ক্লেশে হেমেব সুমুখে আসিযা দাডাইতেই সে একেবাবে উপুড় তইষা পডিয৷ তাতার দুই পাযেব মধ্যে মুখ লুকাইযা কাদিয উঠিল, বিনা অপবাধে আমাকে সবাই শাস্তি দেয—তুমিও দেবে, এ যে আমি স্বপ্নেও ভাবতে পাবি নি । গুণী নিৰ্ব্বাক হইবা বহিল। শ্রাবণেব আকাশভবা মেঘেব মত বিপৰ্য্যস্ত কালো চুলে তাঙ্গব দুই পা ঢাকিযা গিযাছে— তাহাব প্রতি চাচিযা সে কিছুক্ষণ স্থিব হইযা বহিল। তাবপব ধীরে ধীবে বসিযা পডিযা হেমেব মাথাল উপব ডান হাত বাখিযা শান্তকণ্ঠে কহিল, তোমাকে শাস্তি দেব কি হেম, আমাকে ভালবেসেছিলে বলে আমি আমাকেও শাস্তি দিই নি । শাস্তি নয বোন, চব বৎসবেব বড় দুঃখেব পব মবণেব আগে যে শান্তি পেযেছি, শেষদিনে আমি সে দুল্লভ বস্তুটিই তোমাকে দিবে যাব-চল আমবা কাশী যাই। হেম মুখ লুকাইযা কাদিয বলিল, চল, কিন্তু এই তোমাব শেষ আদেশ। এ কি আমি সহ কবতে পাব ? ፃ¢
পাতা:পথ-নির্দ্দেশ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৭৯
অবয়ব