পাতা:পদার্থবিদ্যাসার.djvu/১৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

瑙?” শিষ্য। খালের মধ্যে বিবেচনার যোগ্য কি আছে? গুরু। তাহাতে এই বিবেচনার যোগ্য আছে, মনুষ্যদের আয়াসব্যতিরেক পস্তগণের ভক্ষ্য ঘাস প্রস্তুত হইতেছে। এৰণ স্বাসদ্বারা বিচিত্র ও সুদৃশ্য দুলিচার ন্যায় পৃথিবীর মুখ আবৃত আছে। শিষ্য। ভাল মহাশয়, ঘাসের অভাব সময়ে পশুগণ কি ভোজন করে ? - গুরু। কতক ছিন্ন স্বাস শুষ্ক করিয়া রাখে, পরে তাহার অভাব সময়ে সেই ঘাস পশুগণ ভোজন করে । কোন ২ বৎসরে দুই তিনবার ঘাস কাটিয়া সঞ্চয় করে ; যদি তাহ না করে তবে মাঠের মধ্যে থাকিয়া পশুগণের খাদ্য হয় । শিম্য । সকল ঘাস কি এক প্রকার : গুরু । না, এত প্রকার ঘাস আছে, যে মনুষ্য অা জন্ম মৃত্যুকাল পর্যন্তও প্রায় সকল জানিতে পারে না । শিষ্য । শস্যগণের মধ্যে প্রধান কি ? গুরু। ধান্য ও গোধূম ও যব প্রভৃতি । শিষ্য। শস্যের মধ্যে কোন ২ শস্য লোকের অধিক ভোজন করে ? - গুরু। ধান্য তণ্ডুল কেননা পৃথিবীর প্রায় তিন ভাগ লোক তাহার দ্বারা প্রাণধারণ করিতেছে। শিষ্য। তণ্ডুল কয় প্রকার আছে ? গুরু। সিদ্ধ ও আতপ এই দুই প্রকার হয়। ফলতঃ ধান্য আমিতে সিদ্ধ করিলে যে তণ্ডুল হয় তাহাকে সিদ্ধ তণ্ডুল বলে । এব• কেবল রৌদ্রে শুষ্ক করিয়া যে তণ্ডুল করে তাহাকে আতপ তণ্ডুল বলাযায়। তাহার মধ্যে অনেক প্রভেদ আছে। শিষ্য। এই শস্যের এত নাম হইল কেন ? শুরু । অৰস্থ বিশেষে নাম বিশেষ হইয়াছে। যখন তুষের সহিত থাকে তখন তাহাকে ধান্য বলাযায়। পরে নিম্ভব হইলে তণ্ডুল ও চাউল আখ্যা পায়। তাহার পরে