পাতা:পদার্থবিদ্যাসার.djvu/৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

2I ও চন্দুের সহিত, পৃথিবী, তৎপরে মঙ্গল ও বৃহন্নতি ও শনি। তভিন্ন এই শেষস্থ দুষ্ট গ্রহের নিকটে চন্দ্র গ্রহ আছে । কিন্তু এই সকল গ্রহ ই সূৰ্য্যদ্বারা প্রকাশ পায় । শিষ্য। ভাল,এতদ্ভিন্ন আর কোন গ্রহের দর্শন হইয়াছে কি না? গুরু । হণ, হর্ষল নামে এক জন বিদ্বান প্রথমতঃ আর এক গ্রন্থ দৰ্শন করিয়াছিলেন। তিনি রাজার অনুগ্রহ পাওয়াতে সেই গ্রহের নাম জৰ্জ্জ অর্থাৎ ইংলণ্ড দেশীয় সেই tD BBB BBBB BBBB BBB BBBBBB SBBB KBD BBBB সেক্ট গ্রহের নাম ই মূল বলে। শিষ্য । পৃথিবীর এক চন্দ্র বটে, কিন্তু গ্ৰহগণের আর চন্দ্র আছে কি না ? গুরু ; বৃহত্নতির চারি চন্দ্র, ও শনির সাত চন্দু, ও হর্ষল গ্রন্থের ছয় চন্দ্র অাছে । .* শিস্য ; তাঃ গণের ও গ্রন্থগণের স্বশেষ চিহ্ন কি ? গুরু । তারাগণের দীপ্তি চঞ্চল। আর গ্রহগণের দীপ্তি অতি স্থির এবং আকাশে গ্ৰহগণের উদয় সৰ্ব্বদা আছে, কিন্তু তারাগণ সতত এক স্থানেই থাকে এই নিমিত্তে তার গণকে ধ্রুর দল মায় । শিষ্য। গ্রহগণ কি প্রকার গমনাগমন করে ? গুরু । তাহার। সূৰ্য্যকে বেষ্টন করে ; কিন্তু প্রত্যেকেই এক পথে কি এক সময়ে সূস্যকে বেষ্টন করে না । শিষ্য । পৃথিবী কত দিনে এক বার সূৰ্য্যকে বেষ্টন করে ? গুরু } তিন শত পয়ষট্টি দিবসে এক বার বেষ্টন করে । ঐ য৯থ্যক দিনে এক বৎসর হয়। পৃথিবী অতি দুতগামিনী, কিন্তু তাহ আমাদের বেশপ হয় না । শিষ্য। পৃথিবী কত শীঘ্ৰ গতিদ্বারা সূৰ্য্যকে বেষ্টন করে : গুরু । আড়াই দণ্ডের মধ্যে প্রায় অাটমাউ হাজার দুই শত তেতাল্লিশ ইoরাজী ক্রোশ গমন করে । শিষ্য। তবে তাহার এমন দ্রুত গমন আমাদের বোধ হয় না কেন ?