পাতা:পদার্থবিদ্যাসার.djvu/৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

59 শুস্থ করিয়া লবণ করে, এব^ তাহার অবশিষ্ট ভাগে করকচও জন্মে। : শিষ্য। মনুষ্যের পক্ষে কি সমুদ উপকারী হয় ? গুরু। সমুদুমধ্যে ক্ষুদ্র , ও বৃহৎ ২ সমস্ত মৎস্য থাকাতে তাহাদ্বারা যে মনুষ্যের কত উপকার হয় ইহা কি তুমি জান না? তদ্ভিন্ন ভোজনের অনুপযুক্ত মৎস্য সকল অন্য , কম্মের উপযুক্ত হয় । আর সমুদ্রদ্বার বাণিজ্য কৰ্ম্মের যে কত উপকার অাছে ইহা ও কি তুমি শুন নাই ? দেখ লোকের সমুদ্র বহিয়া অতিদূর দেশে গতায়াত পৰ্ব্বক বাণিজ্য কৰ্ম্ম করিতেছে। তাহতে এই কৰ্ম্ম কর৭ে জাহাজ নিৰ্ম্মাণকারিয়া ও মালিকগণ বিশেস উপকাg পাক্টভেছে । - শিষ্য। সমুদু সৰ্ব্বদা আপন পরিখার মধ্যেই থাকে কেন ? শুরু ! তাহার কারণ এষ্ট, সৃষ্টিকালে পরমেশ্বর এমত বাস্থ। করিয় ভয়ানক সমুদ্রের প্রতি এই আজ্ঞা দিয়াছিলেন, যে ভূমি এই সীম। পয্যন্থ গমন করিও অভিন্ন পরিথার উন্ধুে যাইও মা, এষ্ট স্থানে তোমার তরঙ্গের গতিরোধ হওয়াতে সীমাতিক্রম করিয়া যাইতে পারি বা ন; } শিষ্য। ভাল মহাশয়, আমি শুনিয়াছি যে বায়ু অপেক্ষ জল ভারি, তবে সস্ত্রদেশের উনুই ও বৃহৎ ং নদনদী উৎপন্ন কfরতে সমুদের অস"থ্য লায় কি প্রকারে উন্ধুে উঠে ? গুরু। ই একথা বিবেচনা করা তোমার উচিত বটে, কিন্তু সে কথা আমি পূৰ্ব্বে কহিয়াছি যে স্থিরবায়ু অপেক্ষ জল ভারি হইলেও বায়ুহইতে জল লঘু হইতে পারে তাহার এমত গুণ আছে, তাহাতে লঘু হইলে উন্থে উঠে। রন্ধনের সময়ে কত জল বায়ু হইয়া উত্ত্বে উঠে তাহ কি তুমি দেথ নাই ? এই সামান্য দৃষ্টান্তদ্বারা বুৰ যে এই প্রকারে আকাশের মধ্যে জল উঠে। আর বিজ্ঞ লোকেরণও বলিয়া থাকেন যে তাপদ্বারা একবিন্দু জল দশগুণ হইতে পারে ইহ জুমি দেথিয়া থাকিবা, কিন্তু দেখিয়াও অনুমান করিতে পার নাই। দেথ বালকের এরণ্ডের জ্ঞাঠ।