পাতা:পবিত্র আত্মার ফল.djvu/১০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ᎭᎭ পবিত্ৰ আত্মিার ফল। শত্ৰুগণ ছল নিস্কুল দেথিয় তাহার শেষ কথা শুনিবামাত্রই তাহার উপর ঝুঁকিয়া পড়িয় তাহাকে বধ করিল। পরে নারিকেলের শাখাতে লম্বা ডুলি বুনিয়া র্তাহার শরীর মন্দিরে লইয়া গিয়া উল্লাসপূৰ্ব্বক বলিরূপে উৎসর্গ করিল। ৭ । কর্ণেল গানির | পূৰ্ব্বকালে দুষ্ট জনের মধ্যে বিবাদ হ চলে যখন বিবাদের সত্য মিথ্যা নিশ্চয় করা দুঃসাপ্য লোধ হঠত, তথন বাদ প্রতিবাদির প্রতি দ্বন্দুযুদ্ধ করণের আজ্ঞা হইত ; কারণ এমন স^শয়স্থলে পরমেশ্বর অবশ্য নিদোমি লোককে জয়ী করিলেন, সৰ্ব্বসাধারণের এমত বোধ ছিল । এই অবিচার সম্বলিত বিচারহ ষ্টতে ক্রমে ২ ঈউরপীয় লোকদের মধ্যে এঠ রীতি প্রচলিত হঠল, মে এক জন অন্য জনের নিন্দা করিলে তাহারণ , পরল্পর দ্বন্দুয়ুদ্ধ করণদ্বারা বিবাদ নিয়পত্তি করে | এই রীতি ইউরপের নানা দেশে অদ্যাপি প্রচলিত অাছে ; কারণ যে ব্যক্তি নিন্দিত হইলেও দ্বন্দুযুদ্ধ করিতে অসম্মত হয়, তাহাকে সকলে ভীরু বলিয়ণ নিতান্ত অসম জ্ঞান করে | তথাপি ইe\রাজদের রাজ্যে কএক বৎসর বসি সেক্ট দ্বন্দুযুদ্ধ নিষিদ্ধ হইয়াছে ; আর যে কেহ দ্বন্দুযুদ্ধের উপলক্ষ্যে কাহাকে বধ করে, সে সামান্য নরহত্যাকারির ন্যায় প্রাণদণ্ডে দণ্ডনীয় হয় । এক দিন উক্ত কর্ণেল গাদিনর দ্বন্দুযুদ্ধদ্বারা কোন বিবাদ নিযপন্ন করুণার্থে নিমন্ত্রিত হইলে এই রূপ উত্তর