পাতা:পবিত্র আত্মার ফল.djvu/১০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఎ ట পবিত্র আত্মার ফল । ৮। এক জন মজুরের বিবরণ। এক জন উপদেশক আপন লোকদিগকে দেবপূজকদের বিষয়ে উপদেশ দিয়া তাহাদের নিকটে সুসমাচার প্রচারকদিগকে প্রেরণার্থে সাহায্য করতে প্রবৃত্তি দিয়াছিলেন । এই বাক্যানুসারে তাহার শ্রোতার অাপন ২ স^স্থানানুসারে দান করিল। সম্বৎসরান্তে সেই অভিপ্রায়ে পুনরায় চাদ হইলে সেই উপদেশক এক জন মন্ত্রর লোকহক্টতে এক মোহর পাইলেন : তার ঐ মোহরের সহিত এক পত্র ছিল, যথা, হে মহাশয়, গত বৎসরে যখন আণপনি এ বিষয়ে তাণমাদিগকে উপদেশ দিয"ছিলেন, তখন কিছু দিতে না পারাতে আমি বড় থেদান্বিত হইয়াছিলাম। পরে গৃহে গিয়া গৃহিণীর সহিত পরামর্শ করিয়া দেখিলাম, ব্যয়ের লাঘব করিলে আমাদের সন্তানদের ক্লেশ হইবে । পরে ভাবিতে ২ মনে পড়িল, প্রতি সপ্তাহে আমার তামাকুর নিমিত্তে চারি পয়সা করিয়া ব্যয় হইয়া থাকে, তাহণ কি নিতান্ত অ্যাবশ্যক ? আমি বহু দিবসাবধি তামাকু থাইয়াছিলাম, এই জন্যে তাহা ত্যাগ করা প্রায় অসাধ্য বোধ হইল । তথাপি চেষ্টা করিতে মন স্তু করিয়া ঐ চারি পয়সা তামাকুতে ব্যয় না করিয়া এক বাক্লে রাথিলাম। প্রথম আট দশ দিন আমার অধিক ক্লেশ হইয়াছিল ; তৎপরে ক্রমশঃ ক্লেশ নূ্যন হইল ; শেষে স^পূর্ণৰূপে গেল। আার অামার বালকেরাও তদনুসারে ব্যবহার করিতে লাগিল, অর্থাৎ দুষ্ট এক পয়সা পাইলে মিঠাই প্রভৃতি