পাতা:পবিত্র আত্মার ফল.djvu/১১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

У a o পবিত্র আত্মার ফল । • ১১ । এক দীনহীনা স্ত্রীর বিবরণ ! আমেরিকা দেশীয় এক জন উপদেশক নিম্নলিখিত বিবরণ প্রকাশ করিয়াছেন । আমার মণ্ডলীর মধ্যে পাচ বা ছয় বালকের ভারে ভারগ্রস্থ এক স্ত্রী ছিল। তাহার স্বামী মাতাল, এই জন্যে উক্ত বালকদিগের রক্ষণাবেক্ষণ ও ভরণ পোষণ মাতাকেষ্ট করিতে হঠত, এই হেতুক সে সপ্তাহের মধ্যে দুই তিন দিন পরের বস্ত্রাদি ধৌত করিতে যাহত । অল্প বৎসর হইল সে ধৰ্ম্ম সম্বন্ধীয় কতিপয় ক্ষুদ্র পুস্তক পাঠয়া পাঠ করণদ্বারা ধৰ্ম্মজ্ঞান লাভ করাতে অন্যান্য লোককে সেই প্রকার পুস্তক বিতরণ করিাতে অতিশয় যত্নবর্তী হইল। তৎকালে সেই অঞ্চলে কোন ত্রাক্ত সোসাইট না থাকাতে সে ঐ রূপ ক্ষুদ্র পুস্তক ক্রয় করণের আশয়ে এক চাদার পুস্তক লইয়া আগে বি^শতি জনের স্বাক্ষর লইল, তাহাদের মধ্যে প্রত্যেক জন নুনাধিক অদ্ধ টাকা দিতে স্বীকার করিল ; আর সে আপনি স্বাক্ষর করিয়া এক টাকা দিতে স্বীকার করিল। পরে প্রতিশ্রত টাকা সম্পগুহ করণ্যৰ্থে সে ঐ সকল স্বাক্ষরকারিদিগের নিকটে গিয়ু টাকা পাইয়া আমার নিকটে আনিয়া ক্ষুদ্র পুস্তক ক্রয় করিল। পরে সেই সকল পুস্তক বিতরণ করণার্থে তৃতীয় বার ঘরে ২ গমন করিল। এই রূপে সে পদব্রজে প্রায় দশ ক্রোশ পথ ভুমণ করিয়াছিল। তৎকালে সেই অঞ্চলে যে অল্প লোক বাস ৰুরিত, তাহাদের গৃহ সকল ছিন্নভিন্ন ছিল; কিন্তু তাহা