পাতা:পবিত্র আত্মার ফল.djvu/১২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হিতৈষিত । У 9 У মাত প্রতি সপ্তাহে কএকটি পয়সা দিতে স্বীকার করিয়া আপন ২ সন্তানকে আনিল । এষ্ট রূপে অল্প কালের মধ্যে পঞ্চাশ জন লালক একত্র হইল । সেই বৎসরে কোন ব্যক্তি বিদ্যালয়ের দরিদ্র ছাত্রদিগকে বিতরণার্থে র্তাহাকে ৫০০ ডালর দিলেন, পরে কেহ দরিদ্রদের জন্যে ১০০ টাকা এব° ঐ পাঠশালার জন্যে ২০ টাকা দিলেন। সেই বৎসরের শেষে আপনার গৃহে ঐ পাঠশালার জন্যে স্থান না থাকাতে তিনি কোন প্রতিবাসির ঘরে প্রথমে এক কুঠরী, পরে আর এক কুঠরী ভাড়া করিয়া লক্টলেন । পরে কোন ২ বালক পাঠশালাতে যে উত্তম শিক্ষণ পায়, তাহ ঘরে পিতামাতার মন্দ আচরণ দর্শনদ্বারা বিফল হয়, ইহা দেখিয়া ফুঙ্কে এমত কোন ২ বালকের ভরণ পোষণ করিতে স্থির করিলেন । এ বিষয়ের বি লেচনা করিতে ২ পিতৃমাতৃহীন বালকের। সে সৰ্ব্বাপেক্ষা দয়ার যোগ্য পাত্র, ইহা তাহার মনে পড়িল । অনন্তর দুই এক জন বন্ধুকে আপনার মনোবাঞ্ছা জানাইলে তাহাদের মধ্যে এক জন ৫০০ ডালরের বার্ষিক সুদ তাতার জন্যে নিরূপণ করিলেন। পরে ফুঙ্কে সাহেব সেক্ট টাকাতে প্রতিপালনীয় কোন দরিদ্র বালকের অন্বেষণ করিলে পিতৃমাতৃহীন চারি জন বালক তাহার নিকটে আনীত হইল : তাহাতে তিনি পিতা ঈশ্বরেতে নির্ভর করিয়! চারি জনকে গ্রহণ করিলেন । তৎপরে আট দশ দিনের মধ্যে অন্য পাচ জনকে গ্রহণ করিলেন। সেই বালকের কোন ২ ধনহীন ধাৰ্ম্মিক লোকের ঘরে থোরাকি থাইত। অায়