পাতা:পবিত্র আত্মার ফল.djvu/১২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ছিতৈষিত । * > * এই স্থানে তাহা লেখা যাইতে পারে না । ১৭০০ শালের শেষে সেই বাট সমাপ্ত হইয়াছিল। ১৭২৭ শালে ফুাস্কে সাহেবের মরণকালে সেই বাটীতে ১৩৪ জন পিতৃমাতৃহীন বালক বাস করিয়া প্রতিপালিত হইত ; তাহাদের ১৯ জন অধ্যক্ষ ছিল। তদ্ব্যতিরেকে ২২০৭ জন বালক বালিকা প্রতিদিন অল্প মূল্যে শিক্ষণ পাঠত, তাহাদের ১৭৫ জন শিক্ষক ছিল । অধিকন্তু ঐ নগরস্থ বিদ্যালয়ের ৪৬৭ জন ছাত্র সেই বাটীতে প্রতি দিন বিন মূল্যে এক সেলা কিম্বা দুই বেলা অাহার করিত ; এত বালকদের জন্যে পুসুক মোগাইলার নিমিত্তে ও তাহাদের প্রতিপালনে প্রয়োজনায় ব্যয়ের লাঘবার্থে সেই বাট সম্বন্ধীয় এক যন্ত্ৰালয় ও পুস্তক বিক্রয়ের দোকান স্থাপিত হইয়াছিল। আর ফুঙ্কে সাহেবের কানস্তাইন নামক এক ধনবান বন্ধু ছিলেন ; তিনি ধৰ্ম্মপুস্থকের মূল্য নূ্যন করণের উপায় চিন্তা করিয়া এত পাতুময় অক্ষর ঢালাইলেন, যে সমুদয় ধৰ্ম্মপুস্তক মুদ্রাঙ্কিত করণার্থে কেবল এক বার অক্ষর বসাইতে হইল : বসা চলে পরে সব্বদা প্রস্তুত থাকিত। তদবধি সেই মন্ত্ৰালয়ে প্রতি বৎসর সহসু ২ থান ধৰ্ম্মপুস্তক ছাপান হচয় থাকে। সেই রূপে ঐ বাটীর সম্বন্ধে মে চিকিৎসাশালা ও ঔষধালয় স্থাপিত হইল, তদ্বারাও সহসু ২ লোকের অনেক উপকার হইয়াছে। উক্ত ফুস্কে সাহেবের বিষয়ে কেবল আর একটি £) l, &