পাতা:পবিত্র আত্মার ফল.djvu/১৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

У X o পবিত্র অস্থিার ফল । পালিয়ামেন্টের আজ্ঞাদ্বারা নিষিদ্ধ হয়, এমন উপায় চিন্তা করণে র্তাহার সাহায্য প্রার্থনা করলেন। উইলবরফস সাহেব তাহার প্রমুথাৎ দাসদের দুরবস্থার বিশেষ বৃন্তান্ত শুনিয়া অতিশয় উদ্বিগ্ন হইয় সাহায্য করিতে স্থির করিলেন। কিন্তু তাহার অভিপ্রার সিদ্ধ করিতে বি^শতি বৎসর লাগিল ; কারণ ঐ দাসদের বাণিজ্য এব^ চিনি ও তুলার বাণিজ্যদ্বারা যে সহসু ২ লোক লাভ পাঠত, তাহার। সেই বাণিজ্যের লোপ আপনাদের সৰ্ব্বনাশ বলিয়ণ অত্যন্ত প্রতিরোধ করিত। অবশেষে ১৮০৭ শালে পালিয়ামেন্টের আণজ্ঞ দ্বারণ ই^লণ্ডীয় রাজ্যের অধীন সমস্ত স্থানে দাসের ক্রয় বিক্রয় নিষিদ্ধ হইল। আর তদলপি যথন যে কোন ভূপতির সহিত ই লণ্ডীয় রাজা সন্ধি কিম্বা নিয়ম স্থির করেন, তখন সেই ভূপতি যে আপনার অধীন দেশে ঐ বাণিজ্য নিষেপ করেন, এম ও নিবেদন করিয়া থাকেন । আর সমুদ্রগামি যে কোন জাহাজে দাসগণ বিক্রয়স্থানে নীত হয়, ই লণ্ডীয় যুদ্ধজাহাজ যদি তাহ ধরিতে পারে, তবে বোম্বেটে বলিয়া কোন বিচার স্থানে লইয়া যায় ; তাহাতে দাসগণ মুক্ত ও জাহাজের কৰ্ত্ত দণ্ডপ্রাপ্ত হয়, ও জাহাজ রাজার থাকে । পরে দাসদের বাণিজ্য নিষিদ্ধ হইলেও ক্রীত দাসদের অবস্থা বড় শুধরাইল না, বরঞ্চ তাহণদের কৰ্ত্তার পরদেশহইতে নুতন ২ দাস পাইবার আশী বদ্ধ দেথিয় অনেক প্রজা পাইবার অভিপ্রায়ে দাস দাসীদিগকে নির্লজ্জ ব্যভিচার করণের আশ্বাস দিতে লাগিল। অতএব