পাতা:পবিত্র আত্মার ফল.djvu/১৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

^ R \, পবিত্র আয়ার ফল । কালে আণমি এক জন মিশনার সাহেবের স্থাপিত পাঠশালায় যাইতাম ; সেই স্থানে এই পুস্তকথানি পাইয়াছিলাম। কিছু কাল পরে আমার পিতা মাতা আমাকে এই দূরবৰ্ত্তি অঞ্চলে আনাইল ; তদবধি আমি অবকাশ ক্রমে এই পুস্তক পাঠ করিয়া থাকি । ইহা অামার তৈলপাত্র, ইহাতেই আমার প্রদীপ উজ্জ্বল থাকে। ঠহ আমার পক্ষে জলের উনুষ্ট স্বরূপ, ইহাতে তামার মন আপ্যায়িত হয়। পরে তাহার সহিত অারও কিঞ্চিৎ কথোপকথন ও প্রার্থন হইলে পরে সে ঘরে চলিয়া গেল, এস৭ সাহেব ও তাহার দাস তামৃতে আপন বৃহৎ শকটের নিকটে নির্বিঘুে রাত্রি যাপন করলেন । ৫ । এক জন ছাপসি দাসীর বিবরণ। জামেকা উপদ্বীপনি বাসি এক জন উপদেশক এই কথন বলেন, উক্ত স্ত্রীর সঙ্গে কথোপকথন কালে আমি তাতাকে এই কথা জিজ্ঞাসা করিমণছিলাম, তুমি কি ঈশ্বরকে প্রেম কর ? তাহাতে সে উত্তর করিল, হশ, তাহাকে যত প্রেম করি, তাহা কহিতে পারি না ৷ পলে আমি বলিলাম, তুমি ঈশ্বরকে প্রেম কর কেন ? সে উত্তর করিল, হে মহাশয়, আমি তাহাকে প্রেম করি, কারণ তিনি দীনহীনদিগকে ত্রাণ করিবার জন্যে আপনার প্রিয় পুত্রকে পাঠাষ্টয়াছিলেন । ঈশ্বর এই দুঃথি হাপসির প্রতিও দয়া করেন ; আর তিনি পাপি লোকের পাপ মোচন করেন । তিনি আমার অন্তঃকরণে প্রেম স্বৰ্ষণ করিয়াছেন। পরে আমি বলিলাম, ভাল, তুমি কি