পাতা:পবিত্র আত্মার ফল.djvu/১৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

: B R পবিত্র আত্মার ফল । আপন সংক্রিয়াতে দপ করিল না । এক দিন মণ্ডলীর অধ্যক্ষের সহিত সাক্ষাৎ হইলে সে অতি নমুভাবে তাহাকে কহিল, হে মহাশয়, অনেক লোক আমাকে এই কৰ্ম্ম করিতে দেখিয়া নিজ বালকদের প্রতি নিশ্চিন্তু বলিয়া দোষ দেয় ; অাপনকার বিচার কি ? এই পীড়িত লোকদের উপকারার্থে চেষ্টা না করিলে আমার মনের কোন সুথ হয় না। আর তাহাদের তত্ত্বাবধারণ কালে কথন ২ আত্মার পরিত্রাণ বিষয়ে তাহাদের সহিত কিঞ্চিৎ কথোন পকথনের অবকাশ হয় । অনেক দিন পর্য্যন্ত এই রূপে দয়ার কৰ্ম্ম করিলে পরে সে আপনি ঐ সঞ্চারি রোগগ্ৰস্ত হইয়া বিস্তর ক্লেশ পাইল ; আর যদ্যপি তাহার মৃত্যু হইল না, তথাপি ঐ রোগ জন্য দুৰ্ব্বলতা থাকাতে তাহার সৌন্দর্ঘ্য হ্ৰাস পাইল। এক দিন ঐ উপদেশক তাহার সঙ্গে সাক্ষাৎ করিতে গেলে সেই স্ত্রী স্বীয় দুঃখের কথা না কহিয়া কেবল এই বিষয়ে কাতরতা প্রকাশ করিল, যে সেই পীড়িত লোকদের মধ্যে কেহ ২ মরণের পূৰ্ব্বে মন ফিরায নাই । ঈশ্বর অনুগ্রহ করিয়া তাহার স্বামি ও সন্ত নগণকে ক্ত সঞ্চারি রোগাক্রান্ত হইতে দিলেন না । তার ঐ গ্রামস্থ যুব ও যুবতী লোকদের মধ্যে ঐ স্ত্রীর আচার ব্যবহার ধৰ্ম্মের বৃদ্ধিজনক হইল। পরন্তু যাহারা তাহার ধৰ্ম্মের নিন্দা করিত, তাহারাও সেই ধৰ্ম্মের ফল উত্তম বলিয়া পুশ৭সা করিতে লাগিল ।