পাতা:পবিত্র আত্মার ফল.djvu/১৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* 38 পবিত্র আত্মার ফল। ১১ । একটি হাপনী স্ত্রীর বিবরণ। নিউ ইয়র্ক নগরের কোন এক পল্লী অগ্নিদাহে ভস্মসাৎ হইয়াছিল। সেই পল্লীর মধ্যে একটি হাপসী স্ত্রী বাস করিত ; সে অদ্ধদগ্ধ পাচথান কাষ্ঠ ও একথান বৃহৎ ধৰ্ম্মপুস্তক হস্তে করিয়া পথ দিয়া মাষ্টতেছিল, ইতিমধ্যে এক সাহেব তাহার নিকটে উপস্থিত হইয়া জিজ্ঞাসিলেন, ওগো মা, তোমার ও ঘর কি পুড়িয়া গিয়াছে ? সে বলিল, হী, মহাশয়, অামার ঘর পুড়িয়া গেল ; কিন্তু পরমেশ্বর ধন্য, তিনি আমাকে বাচাইলেন । উক্ত সাহেল পুনশ্চ বলিলেন, তোমার অধিক বয়স হঠয়াছে : এমত বৃদ্ধাবস্থায় আশ্রয়হীন হওয়া অতি দুঃখের বিষয় । ইহাতে সে স্ত্রা বলিল, আমি বড় বৃদ্ধ হইয়াছি বটে, কিন্তু ইহ। ঈশ্বরের কৰ্ম্ম ; এই জগতে এক দিন এক জনের, ও অন্য দিন আর এক জনের পালা হয় | তৎপরে সাহেব বলিলেন, তুমি কি ঐ সমুপুস্তক ছাড়া আর কিছু রক্ষা কর নাই ? সেই স্ত্রী বলিল, হী, এক সিন্দুকের কোন ২ দ্রব্য বাচিয়াছে, কিন্তু সেই সকল অপেক্ষ। এই ধৰ্ম্মপুস্তক বহুমূল্য এব^ আমার অধিক সুখজনক। ইহা যাবৎ অামার কাছে থাকে, তাবৎ আমি সন্তুষ্টা থাকিব । ১২ । একটি খ্ৰীষ্টিয়ান স্ত্রীর বিবরণ । এক জন কোন এক ধাৰ্ম্মিক স্ত্রীকে পীড়িত দেথিয়া জিজ্ঞাসিল, তুমি বাচিতে চাও কি মরিতে চাও? ইহাতে সে উত্তর করিল, ঈশ্বর যাহা করিবেন তাহাতেই