পাতা:পবিত্র আত্মার ফল.djvu/১৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> 8 S পবিত্র আত্মার ফল । যত্ন করিয়াছি, তথাপি পুনঃ ২ দুৰ্ব্বলতাজন্য পাপ করণ প্রযুক্ত আমার মরিতে ভয় হইতেছে। ইহা শুনিয়া ঐ পুরোহিত বলিলেন, হে মহাশয়, বুঝি যীশু খ্ৰীষ্ট যে ত্রাণকন্তু আছেন, ইহ। আপনি ভুলিয়া থাকিবেন। ইহাতে তিনি উত্তর করিলেন, সত্য, তিনি ত্রাণকৰ্ত্তা বটেন ; কিন্তু তিনি যে অামারই ত্ৰাণকৰ্ত্তা, তাহ! কি রূপে নিশ্চয় জানিব ? পুরোহিত উত্তর করিলেন, হে মহাশয়, ধৰ্ম্মপুস্তকে ইহা লিথিত আছে ; যথা, “ যে কেহ আমার নিকটে আসিবে, তাহাকে আমি কোন ক্রমে দূর করব না।” ইহা শুনিয়া বিশপ সাহেব কহিলেন, ইহা সত্যু বটে ; কিন্তু চমৎকারের বিষয় এক্ট, আমি শত ২ বার ধৰ্ম্মপুস্তকের ঐ বচন পাঠ করিলেও কখন তাহার রসাস্বাদন পাই নাই, এই প্রথম বার পাইলাম; এই ক্ষণে অামি হৃষ্টচিত্ত্বে প্রাণ ত্যাগ করিতে পারি। ৩ । এক জন উপদেশকের বিষয় । এই মান্যৰর উপদেশক কোন এক সভায় লহকাল নীরব থাকলে পরে এক জন তাহাকে ইহার কারণ জিজ্ঞাসিলে তিনি উত্তর করিলেন, অামার মন অনন্তকাল স্থায়ি মুখের বিবেচনাতে নিময় ছিল । তিনি আরো বলিলেন, হে আমার বন্ধুগণ, এই কথা বিবেচনা কর যে আমরা প্রভূর সঙ্গে অনন্তকাল থাকিব। আঃ! অনন্তকাল কি, তাহা গম্ভীর মনে আলোচনা কর । -o-o-o-o-o-o-o: