পাতা:পবিত্র আত্মার ফল.djvu/১৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ֆ Ֆ Հ পবিত্র আত্মার ফল । অকস্মাৎ মরণ বিষয়ক কথা। অণঃ ! ধাৰ্ম্মিক লোকের আকস্মাৎ মৃত্যু হইলে তাহার মন কেমন অনপেক্ষিত ও অনিৰ্ব্বচনীয় আনন্দসাগরে মগ্ন হয় !” উক্ত সাহেব অশ্রুপূর্ণ লোচনে এই প্রকার কথা কহিতেছিলেন, ইতিমধ্যে অকস্মাৎ র্তাহার মৃত্যু হইল। কিছু কাল পরে ঐ উপদেশকের পুনরায় সভাস্থ হইলে তাহাদের মধ্যে এক জন উপদেশ করণের ভার পাতীয় নিম্ন লিখিত বচন বিষয়ে উপদেশ দিলেন ; যথা, “ তাহারা যাইতে ২ কথা কহিতেছে, ইতিমধ্যে অগ্নিময় এক রথ ও অগ্নিময় অশ্বগণ আসিয়া তাহাদিগকে পৃথক করিল, এবণ এলিয় ঘূর্ণবায়ুদ্বার। স্বগে আরোহণ করিল।” ২ রাজাবলি ২, ১১ ৷ হে পাঠকগণ, এই বিসয়ে ধৰ্ম্মপুস্তকের প্রবোধ কথা গুন ; যথা, “প্রভু আসিয় যে দাসদিগকে জাগ্ৰহ দেখিবেন তাহারাই ধন্য। আর দ্বিতীয় কিম্ব তৃতীয় প্রহরে অাসিয়া যদি ঐ ৰূপ দেখেন, তবে সেই দাসেরাঠ ধন্য ।” সমাপ্ত |