পাতা:পবিত্র আত্মার ফল.djvu/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গ্রীষ্টেতে বিশ্বাস । 會 এমত সময়ে হঠাৎ দেখিলাম যে অনেক ২ হাপলি শৗযু দৌড়িয়া উচ্চৈঃস্বরে “ পাদরী ২’ ৰলিয়া এক নারিকেল বৃক্ষ তলে একত্র হইতেছে। তাহাতে আমরা নূতন প্রকার বন্য পশু ভাবিয়া শিকারার্থে ধনুৰ্ব্বাণ লইয়া তথায় চলিলাম। নিকটবৰ্ত্তী হইয়া দেখিলাম, কাল রঙ্গের বস্ত্র পরিহিত এক জন সাহেব । মঞ্চের ন্যার উচ্চ প্রস্তরে দাড়াইয়ণ আছেন। তিনি আমাদিগকে কহিলেন, তোমরণ সকলে হাটু গাড়, আমি তোমাদের নিমিত্তে প্রার্থনা করি। তাহাতে আমরা সকলে ভূমিতে উবুড় হইয় পড়িলে তিনি এই রূপ প্রার্থনা করিলেন, “ পরমেশ্বর আমাদিগের প্রতি প্রসন্ন হইয়। অবলোকন করুন, কারণ আমরা দীন হীন পাপি লোক, তাহার অনুগ্রহ পাইবার অাকাঞ্জাতে একত্র হইয়াছি ; এব^ আমরা যেন ধৰ্ম্মপুস্তক বুঝিতে পারি, এই নিমিত্ত্বে পরমেশ্বর আমাদিগের জ্ঞানচক্ষু প্রসন্ন করুন।” তৎপরে তিনি এক পুস্তক খুলিয়া বলিলেন, প্রভূ যীশু গ্রীষ্টেতে বিশ্বাস কর, তাহাতে পরিজাণ পাইবা। তদনন্তর দয়াময় ত্ৰাণকৰ্ত্তার বিষয়ে অনেকং কথা বলিলেন, অর্থাৎ তিনি স্বগীয় মহিমা ত্যাগ করিয়া এই জগতে আসিয়া পাপিষ্ঠ লোক যে আমর, অামাদের নিমিত্তে দুঃখ ভোগ করত আপন রক্ত ব্যয় করিয়া মরিলেন ; আর তিনি পীড়িত লোকদিগকে সূস্থ করিতেন, ও খঞ্জদিগকে চলৎশক্তি দিতেন, ও অন্ধদিগকে চক্ষু দাম করিত্তেম, এব^ মৃত্ত লোকদিগকে প্রাণ দিতেন ; এই সকলের বর্ণনা করিলেম । এই কথা শুনিয়া অামি বড় মানদিত হইলাম, কারণ অামার বৃদ্ধ মাতা পীক্ষা в 3