পাতা:পবিত্র আত্মার ফল.djvu/২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্রীষ্টেতে বিশ্বাস। ' %s ঈশ্বরের প্রতি আবিশ্বাস ও আপন ভাবি অস্বস্থা-বিষয়ক সন্দেহ ও ভয় উপস্থিত হইতে লাগিল। তদ্বারা আমি পৰিত্ৰ আত্মাকে বিরক্ত করিয়াছি, এই জন্যে প্রভু আমাহইতে আপন মুখ আচ্ছাদন করিয়াছেন, তাছাত্তে অামি ক্ষুণ্ণমনা এব^ নৈরাশ্যরূপ অন্ধকারে মল্প হইলাম। বন্ধুর এই প্রকার কথা সমাপ্ত হইলে আমি বলিলাম, হে ভাই, আমি তোমার দশ বুঝিলাম ; তোমার শরীরের ন্যায় মনও পীড়িত হইয়াছে ; এব^ তোমার এমত্ত দৌৰ্ব্বল্য দেথিয় শয়তান তোমাকে ব্যাকুল করিয়া যন্ত্রণা দিতেছে। তোমার দুর্গতি প্রযুক্ত তুমি তাহার সঙ্গে তকবিতক করিতে ও তাহাকে দৃঢ়রুপে প্রতিরোধ করিতে পাৱ না, কারণ সে তোমাহইতে চতুর ও বলবান । সে যাহ। হউক, এখন তুমি পরমেশ্বরের প্রতি মনঃসংযোগ কর । যীশুর প্রতি দৃষ্টিপাত করিলে তিনি অবিলম্বে তোমার শলুকে দমন করবেন। এখন তুমি শিথিল তারযুক্ত বেহালা যন্ত্রস্বৰূপ। সেই বেহালা বাজাইলে মধুর স্বর নির্গত হয় না, ইহাতে বেহালার অন্য দোষ নাই ; কেবল তার সকল শিথিল হইয়াছে । : ইহা শুনিয়া তিনি অতিশয় ব্যগ্রতাপূৰ্ব্বক প্রত্যুত্তর করিলেন, তুমি কি যথার্থ এই রূপ বিচার কর । আমি ৰলিলাম, অবশ্য ; আর অপমার কথা যথার্থ, তাহ। নিশ্চয় জানি । পরমেশ্বর তোমাকে আর কৃপা না করিয়া, ত্যাগ করিয়াছেন, ইহা তুমি মনে ভাৰিতেছ, কিন্তু তাহার অদ্বিতীয় কারণ এই যে তোমার শরীর , ও মন, পীড়িত ও দুৰ্ব্বল হইয়াছে। তুমি ত্ৰাণকৰ্ত্তার প্রতি দৃষ্টি