পাতা:পবিত্র আত্মার ফল.djvu/২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

"> b পবিত্র আত্মার ফল । বৃদ্ধি পাইল। তদবধি কিছু কাল পর্য্যন্ত তাহার কৰ্ত্তা তাহার প্রতি কঠিন ব্যবহার করিলেন, কিন্তু পশ্চাৎ তাহার বিশ্বস্তুত দেথিয়া পূৰ্ব্বোক্ত অধ্যক্ষপদে নিযুক্ত করিয়া ধৰ্ম্মবিষয়ে স্বেচ্ছানুসারে আচরণ করিতে দিলেন। পরে যে এক জন হটেণ্টট বেথেলসদপহইতে অামাদের সহিত আসিয়া অামাদের শকট চালাইয়াছিল, তাহাকে আমরা জিজ্ঞাসা করিলাম, বল দেথি পরিত্রাণ কিসে পাওয়া যায় ? তাহাতে সে প্রত্যুত্তর করিল, নিরন্তর যীশুর চরণে শরণ লইয়া থাকিলে আমি অবশ্য পরিত্ৰাণ পাইব। তদনন্তর সে নমুত পূৰ্ব্বক আপনার মনঃপরিমন্তনের ও ধৰ্ম্মবৃদ্ধির বিবরণ আমাদিগকে জানাইল, তাহাতে তাহার সূক্ষ্ম ধৰ্ম্মজ্ঞান প্রকাশ পাইল । সেক্ট ব্যক্তির পাশ্বে এক বৃদ্ধ রাজমিস্ত্রি বসিয়াছিল ; লে ঐ মণ্ডলীর এক জন পরিচারক । আমরা তাহাকে জিজ্ঞাসিলাম, বল দেখি, খ্ৰীষ্টীয় ধৰ্ম্ম জ্ঞাত হওয়াতে হটেণ্টট লোকদের কি লাভ হইয়াছে ? সে বলিল, এ বিষয়ে আমি যাহা জানি, তাহ বলি, শুনুন। পূৰ্ব্বে আমি ঈশ্বরহীন ও ভরসাহীন হইয়া কাল যাপন করতাম ; সেই অবস্থাতে যদি মরিতাম, তবে আমার সন্দ্রনাশ হইত। সল্পতি আমার অটল ভরসা আছে, তদ্বারা মরণকালেও সান্থন পাইল। আণর অামার ন্যায় অন্যান্য অনেক লোকের সেই রূপ অাশা হইয়াছে। অতএব ঈশ্বর আমাদিগকে এত কাল পর্য্যন্ত জীবৎ রাথিয়া এই জ্ঞান দিয়াছেন, এই জন্যে র্তাহার ধন্যবাদ করা আমাদিগের উচিত ।