পাতা:পবিত্র আত্মার ফল.djvu/৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sobro পবিত্র আত্মার ফল । জন্য পুনঃ আমার মনে পড়িল । আফোগ্য নিৰ্গুণ পাপী হইলেও আমরা তাহা অপেক্ষ অধিক সুখ প্রাপ্ত হইয়াছি ইহা বড় আশ্চর্য্য। তাহাতে র্তাহার জ্যেষ্ঠা কন্য। বলিল, হে পিতঃ, ইহা আশ্চৰ্য্য বটে। ভদ্র লোকের সহিত খুলনা করিলে যদ্যপি আমাদের গৃহ তুচ্ছনীয় ও খাদ্য ধন্তু সামান্য বোধ হয়, তথাপি আমাদের যে রূপ মঙ্গল আছে, যীশু গ্রীষ্টের তদ্রুপও ছিল না। এই কথা স্তমিয়া গৃহিণী বলিল, হে সারা, তোমার এমত কথাতে আমার ৰঙুই আহলাদ হইল। এই শীতকালের রাত্রিতে আশমর এই ছোট ঘরের মধ্যে থাকিতে কেমন সন্তুষ্ট হই! এৰ^ ক্লান্তি বোধ হইলে শয়ন করিতে আমাদের শষ্য। আছে ; সেখানে গেলে শীত ও বায়ুহইতে রক্ষা পাইয়া উষ্ণ হইয়া সুখে থাকিতে পারি। কিন্তু মনুষ্যপূত্রের মস্তৃক রাখিবার স্থানও ছিল না, ইহা বিবেচনা করিলে প্রাপ্ত মঙ্গলের নিমিত্তে কৃতজ্ঞ হওয়! যে আমাদের কৰ্ত্তব্য, ইহা সপ্রমাণু বটে। আপন স্ত্রীর এক্ট কথা শুনিয়া গৃহস্থ এক জন স্বালককে কহিল, তুমি গানপুস্তক লইয়। গত ৱৰিৰাৱে উপদেশক যে গীত দেখাষ্টয়াছিলেন তাহা দেথিয়। পড় ; আমরা সকলে হৃষ্টচিত্তে তাহা গান করিৰ । অনস্তুর পিত। মাতা ও সন্তান সন্ততি সমস্ত পরিবার উদযোগপুৰ্ব্বক মনুষ্যসন্তানের নির্ধনতা বিষয়ক গান করিতে লাগিল । ৪ । প্রযুক্ত জে ীে৭ সাহেব। উক্ত পাজরী সাহেব ৰাদ্ধক কালে ৰলিলেন, অন্যান্স লোঙ্কের র্যায় আমিও নাম সময়ে নানা প্রস্কার ফ্লেশ্ব

  1. *