পাতা:পবিত্র আত্মার ফল.djvu/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কৃতজ্ঞতা। 8 J রাত্রিতে সা^সারিক ভাবের বিরুদ্ধে প্রার্থনা করিতে হয়; এবণ প্রত্যহ সমস্ত দিন তদ্বিপরীতে যুদ্ধ করিতে হয়। এই পৰ্ব্বতময় দেশ শয়তানের অগম্য নহে। আপনি জানেন, লে আমাদের ত্রাণকৰ্ত্তাকেও পৰ্ব্বতে পরীক্ষা করিয়াছিল । পরে আমি বলিলাম, হে ভাই, বোধ হয় তুমি অনেক কালাবধি স্বৰ্গমাত্রার যাত্রিক হইয়াছ। সে উত্তর করিল, চল্লিশ বৎসরাবধি আমি দেখিতেছি, প্রভু আমার প্রতি দয়া করেন ; আর যে কেহ তাহাতে ভরসা করে, সে কথন বিচলিত হইবে না । পরে অামি বলিলাম, তুমি কি কখন ত্রাণকত্তাকে পরিত্যাগ করিতে প্রবৃত্ত হও নাই ? সে উত্তর করিল, আমি জানি, অামার অন্তঃকরণ অতিশয় কপটী, এব^ শয়তান আমাকে ধরিতে অমবরত চেষ্টা করে ; কিন্তু আমার স্বৰ্গস্থ পিতা বলেন যে তোমরা অনুগ্ৰহেতেই বিশ্বাসদ্বারা পরিত্রাণ পাইয়াছ ; তাহা তোমাদের হইতে হয় নাই, ঈশ্বরেরই দান আছে । যিনি আমার অন্তরে উত্তম কৰ্ম্ম আরম্ভ করিয়াছেন, তিনি তাহার সাধন করিবেন, এই অামার ভরসা। হে মহাশয়, যেমন আপনি বীজ বুনিলে পক্ষিদিগকে তাহ ফুটিয়া থাইতে কিম্ব তৃণ ও বন্য ঘাসদ্বারা নষ্ট হইতে দেন না, তদ্রুপ পরমেশ্বর যথন পাপিষ্ঠ মনুষ্যের অন্তঃকরণে উত্তম বীজ রোপণ করেন, তখন তাহার প্রতি অবহেলা করিয়া মরিতে দেন না । অামি কহিলাম, বল দেখি, কোন ২ সময়ে তোমার যে পরীক্ষা ছয় তাছা কি প্রকার ? . . . ....”