পাতা:পবিত্র আত্মার ফল.djvu/৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(? О পবিত্র তা হ্লার ফল । আর দ্বিতীয় ধাপ কি ? জিজ্ঞাসিলে তিনি উত্তর দিলেন, নমুত। আর তৃতীয় ধাপ কি? জিজ্ঞাসিলে তিনি পূৰ্ব্ববৎ উত্তর করিলেন, নমুত । সত্য নমুতা বিশ্বাসের ফল। সাণ\সারিক লোকের স্বভাবতঃ অহস্কারী, এই জন্যে নমুতাকে ভাল বাসে না। কিন্তু মনুস্য দুৰ্ব্বল এৰণ পরমেশ্বরের অধীন ও র্তাহার সাহায্যের. অপেক্ষী : অতএব নমু হওয়া তাহার উপযুক্ত। নমুশীলতা সত্য ধৰ্ম্মের কষ্টিপাথর স্বরূপ। আর যে সত্য ৰূপে নমু সে সত্য রূপে সুখী। ২ । এক জন ইণ্ডীয়ান যোদ্ধার বিষয়। ক্ট৭ ১৭৪২ শালে উত্তর আমেরিক দেশীয় এক জন প্রসিদ্ধ যোদ্ধা খ্ৰীষ্ট পৰ্ম্ম গ্রাহ্য করল । সে স্ব জাতীয় পারানুসারে বাল্যকালাবধি নানা যুদ্ধ করিয়াছিল, আর পুরাতন ক্ষতে তাহার গাত্র চিহ্নিত, এল৭ উ-কীদ্বার। সেক্ট সকল যুদ্ধের ছলি তাহার সর্দাঙ্গে লিখিত ছিল। যত লোক তাহার চরিত্রের বুন্তান্ত শুনিত, তাহারণ সকলে চমৎকৃত হতীয় তাহার বীরত্ব অপূৰ্ব্ব জ্ঞান করিত। ষ্টে বিশ্বাস করিলে পরে যখন লোকেরা যুদ্ধে কৃত তাহার মহাকৰ্ম্ম বিষয়ে জিজ্ঞাসা করিত, তখন সে নমুত পূৰ্ব্বক অস্বীকার করিয়া কহিত, আমি এখন প্রভূ যীশু গ্রীষ্টের বন্দী। পূৰ্ব্বে যখন দুরন্ত শয়তানের দাস ছিলাম, তখন মাহা ২ করিতাম, তাহা এখন বর্ণনা করা অামার কৰ্ত্তব্য নয়। আমার পরাজয়ের বৃত্তান্ত যদি শুনিতে চাও, তবে তাহা তোমাদিগকে জানাইতে প্রস্তুত আছি ।