পাতা:পবিত্র আত্মার ফল.djvu/৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নমুশীলতা । ○ む যান প্রাপ্ত হইয়া এক ক্রোশ দূরস্থ গীর্জায় যাইতে যে ক্লেশ পাইতেন তাহা মানিতেন না। র্তাহার বসতি স্থানের লোকের প্রতি রবিবারে অতি প্রত্যুষে পালানুক্রমে এক ২ জনের বাটীতে একত্র হইয়া ধৰ্ম্মপুস্তক পাঠ ও প্রার্থনা করিত, পরে অাপন ২ ঘরে গিয়া আণহার করিয়া ঐ দূরবন্তি গীর্জা ঘরে যাইত। সেক্ট প্রাতঃকালীন সভা ঐ রোগগ্রস্ত যুবার পক্ষে ফলদায়ক হইল ; বিশেষতঃ তাহার বিশ্বাস বৃদ্ধি পাততে লাগিল, এই জন্যে তিনি সাধ্যানুসারে অন্যান্য দুঃখিদের উপকার করণার্থে . চেষ্টান্বিত হই লেন । তিনি উত্তম রূপে পাঠ করিতে পারক ছিলেন, অতএব মাপয়ে তাহার কিঞ্চিৎ বল থাকিল, তাবৎ রোগগ্রস্থ এক দুঃথি ব্যক্তির গৃহে গিয়া কোন গ্রন্থে ছাপান একটি উপদেশ পড়িতেন। এশ রূপে তাহার মন থেদান্বিত থাকিলেও ক্রমে ২ স্বগীয় বিষয়ে আসক্ত হইল । তৎকালে তিনি অতি দরিদ ছিলেন, তথাপি কেহ । তাহার উপকার করিতে চাহিলে দুঃখিত হইতেন। এক দিন আমি তাহাকে শীতে কাপিতে দেখিয়া জিজ্ঞাসিলাম, তোমার কি কিছুর অভাল অাছে ? বল। তাহাতে তিনি বিমগ্ন মুথে উত্তর করিলেন, না, কিছুরই অভাব নাই । ইহা শুনিয়া আমি বলিলাম, অভাব হইলে তো আমাকে বলিব ? তিনি উত্তর করিলেন, হী, বলিব । কিছু দিন পরে তাহার পিতামহীর সহিত সাক্ষাৎ হইলে আমি উক্ত বিষয় উল্লেখ করিলে তিনি বলিলেন, মহা শয়, আমি তাহার প্রমুথাৎ এই বিষয় স্তনিয়া দুঃখিত '