পাতা:পবিত্র আত্মার ফল.djvu/৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ক্ষমাশীলতা । ○ ○ পদানুসারে উপযুক্ত স্থানের চেষ্টা করিতে পারি ; কিন্তু এই প্রার্থনার সভাতে আমরা সকলে সমান, কেননা পরমেশ্বরের সাক্ষাতে উচ্চপদস্থ ও নীচপদস্থ লোকদের কোন প্রভেদ নাই ; তিনি কাহারও মুখাপেক্ষা করেন না । | RI | []: 5 ري ক্ষমাশীলতা । X | শ্ৰযুক্ত মনমোথ সাহেব ! নুনাধিক তিন শত বৎসর হইল, লণ্ডন নগরে অতি ধনবান এক জন সওদাগর বাস করিতেন । সেই বণিকের এক জন প্রতিবাসী ছিল ; সে অতি দরিদ্র হইলেও তাহাকে এত প্রেম করিতেন, যে তাহার অকুলান হইলে তাহাকে কৰ্জ্জ দিতেন, ও যখন চাহিত তথন আপনার সহিত আহার করিতে দিতেন । তৎকালে রাজা ও প্রধান লোক সকল রোমাণ কাথলিক ধৰ্ম্মে দৃঢ়ৰূপে আসক্ত ছিলেন, কিন্তু প্ৰজাগণের মধ্যে ধৰ্ম্মপুস্তক বিষয়ক জ্ঞান উদয হইতে লাগিল ; তাহাতে যে কোন ব্যক্তি ধৰ্ম্মপুস্তকের প্রতি অনুরাগ কিম্বা রোমাণ কাথলিক ধৰ্ম্মমতে অসন্তোষ প্রকাশ করিত, সে ধরা পড়িলে তাহার প্রতি অতি দুরন্ত ব্যবহার করণ যাইত ; বিশেষতঃ অনেক লোক দগ্ধ হইত। উক্ত প্রতিবাসি লোকেরা উভয়ে রোমাণ কাথলিক ছিলেন। পরে ঐ ধনী ধৰ্ম্মপুস্তক আলোচনা করিয়া সুসমাচারের অা (;