পাতা:পবিত্র আত্মার ফল.djvu/৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পবিত্র আত্মার ফল। לא לא মহাশয়ের নিকটে আসিয় তাহাকে প্রণাম করিয়া বলিলেন, হে পিতঃ, এই বিষয়ে ও অন্যান্য তাবৎ বিষয়ে অামি আপনকার আজ্ঞানুৰন্তী হইব । পরে তাহারণ পরল্পর আলিঙ্গন করিয়া বিবাদের শেষ করিলেন । ৫ । শ্ৰীযুক্ত কিলপিন সাহেব । এই ব্যক্তি নানা গুণে বিভূষিত ছিলেন। নিম্নলিখিত বৃত্তান্ত র্তাহার মৃদুশীলতার প্রমাণ। এক দিন সন্ধ্যাকালে যখন তিনি এক গলি দিয়া যাইতেছিলেন, এমত কালে এক জন মাতাল উপস্থিত হইয়া, ওরে জান বনিয়ান, তোর পক্ষে ঐ স্থান উত্তম, ইহা বলিয়া তাহাকে মন্দামায় ফেলিয়া দিল। তাহাতে তিনি ধৈর্য্য পূৰ্ব্বক উঠিয়া স্বগৃহে প্রত্যাগমন করিয়া পরিজনগণের নিকটে এই ঘটনার বিষয় প্রকাশ করিয়া বলিলেন, অামাকে সেই মহাশয়ের নাম করিয়; ডাকাতে অামি অপমানকে মান জ্ঞান করি । শু। প্রযুক্ত লী রিচমণ্ড । কোন সামান্য লোক আপনাকে ধৰ্ম্মের বিষয়ে উদযোগী বলিলেও ধাৰ্ম্মিকের অযোগ্য আচরণ করিয়াছিল। পরে এক দিন তাহার বিষয়ে অন্য পাদরী সাহেবের সহিত এই মহাশয়ের কথোপকথন হইলে ঐ দ্বিতীয় সাহেব বলিলেন, আমি এমত কাল্পনিক লোকদিগ্‌কে সহ করিতে পারি না, আর সেই ব্যক্তিকে দেথিৰ না। তাহাতে রিচুমণ্ড সাহেব বলিলেন, হে ভাই, এমত