পাতা:পবিত্র আত্মার ফল.djvu/৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ক্ষমাশীলতা । \ు :) দমার দ্বারা নিজ অধিকার রক্ষণ করা অপেক্ষ বর-\ অনেক অন্যায় সহ্য করা অামার শ্রেষ্ঠ বোধ হয় । কেননা আমি অনেক বার দেখিয়াছি, উচ্চপদস্থের সহিত বিবাদ করা নিবোধের কৰ্ম্ম ; ও সমপদস্থের সহিত বিবাদ করা সন্দেহের স্থল ; এল৭ মাচপদস্থের সহিত বিবাদ করা নীচের কৰ্ম্ম । কথন ২ মোকদমা না করিলে নয় ; কিন্তু অন্যায় প্রভৃতি দোষ ব্যতিরেকে মোকদম করণ মানুষের শক্তির প্রায় অসাধ্য, আমার এমত বোধ হয় । ১০। শ্রযুক্ত উড় সাহেব। ডড় সাহেবের এক জন শ্রেণ তা তাহার শক্ত ও চেতনাদায়ক উপদেশ শ্রবণে রাগাম্বিত হইয়। হঠাৎ মুষ্ট্যাঘাতে র্তাহার দুইটি দন্ত ভাঙ্গিয় ফেলিল। ইহাতে তিনি কোন অপমান বোধ না করিয়া ঐ ভগ্ন দন্ত হস্তে লইয়া বলিলেন, ও হে, তুমি অকারণে রাগ করিয়া আমার এই দুইটি দন্ত ভয় করিলা । ভাল, আমার দন্তের ভঙ্গদ্বারা মদি তোমার পারমার্থিক মঙ্গল হইতে পারে, তবে আমার যত দন্ত আছে, সেই সকলকে ভাঙ্গিবার অনুমতি আমি তোমাকে দিব । এই রূপে তিনি কুক্ৰিয়াতে পরাজিত না হইয়। উত্তম ক্রিয়াদ্বারা কুক্রিয়াকে পরাজয় করিলেন । - ১১ । আমেরিকা দেশীয় এক সাহেবের বিষয় । ডাক্তর দুয়াইট বলেন, বহু দিবস গত হইল, অামার পরিচিত এক জন উগ্রস্বভাব লোক আপনার এক জন