পাতা:পবিত্র আত্মার ফল.djvu/৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ক্ষমাশীলতা । ዓ » সেই অবধি তাহার মমঃপরিবর্তন হইল। আর কিঞ্চিৎ কাল পরে তিনি আপন ব্যবসায় ত্যাগ করিয়া উপদেশকের পদ গ্রহণ করিলেন । ১২। শ্ৰীযুক্ত ফিলিপ হেনরি। উক্ত মহাশয় এমত মৃদুশীল ও প্রণয়ী ছিলেন যে সকল লোক র্তাহাকে স্বগীয় স্বভাব বিশিষ্ট বলিয়া দেশের সর্ব্বত্র তাহার সুখ্যাতি কীৰ্ত্তন করিত। তিনি বিবাদ বিষয়ে এই বণিতেন ; প্রার সমুদায় বিবাদে উভয় পক্ষের দোষ থাকে ; আর যে ব্যক্তি অধিক দোষী, সে অন্যাপেক্ষ অধিক কলরব করে । এক দিন কোন স্ত্রী আপন ক্রুর স্বামির বিষয়ে তাহার সমীপে কাতরোক্তি করিয়া কহিল, আমার উপায় কি, তাহ বলুন। তাহাতে তিনি উত্তর করিলেন, তুমি ঘরে গিয় তাহার পক্ষে আরও উত্তম ভাৰ্য্যা হও, তাহাতে সেও তোমার পক্ষে আরও উত্তম ভক্ত হইবে । ১৩। ডাক্তর বুর্হবি ৷ উক্ত ব্যক্তির বিপক্ষের বহু বার নিন্দা করিলেও তিনি তাহাদের কথা এক বারও মুথে না আনিয়া বলিতেন, নিন্দ অগ্নিকণাস্বরূপ , তাহাতে ফু না দিলে প্রজ্বলিত হইতে না পারাতে সে আণপনি নিবিয়া যায়। নিন্দ নিবারণের উত্তম উপায় সদাচরণ এব° নিন্দকের নিমিত্তে প্রার্থনা } ১৪। জান বুন। এক দিন এই ব্যক্তির নিকটে কোন প্রতিবাসি ধনি