পাতা:পবিত্র আত্মার ফল.djvu/৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাহস ও নিৰ্ভয়ত । ዓ ¢ লেন, তবে তাহ সারাইতে হইবে। ইহা শুনিবণমাত্র শাম কহিল, তাহ খণ্ড ২ হইয়া গিয়াছে। প্রভু কহিলেন, তবে আমরা একটি নূতন কিনিব । ইহা শুনিয়া শাম বলিল, তাহাতে বা কি হইবে? তাহাও শীঘু ভয় হইবে। তথন ঐ বাদ্যযন্ত্র ধৰ্ম্মার্থে ভগ্ন হইয়াছে, এমত সন্দেহ করিয়া তাহার ধৰ্ম্মদ্বেষি প্রভু কহিলেন, হে শাম, তুমি কি সেই হতবুদ্ধি লোকদের সঙ্গী হইয়া প্রার্থনা করিয়া থাক ? শাম উত্তর করিল, সত্য বটে, আমি তাহা করিয়া থাকি। এই কথা শুনিয়া তাহার প্রভু আতিশয় রাগ করিয়া কহিলেন, আমি তোকে দণ্ড দিব, ও দারুণ প্রহার করিব। শাম কহিল, হে প্রভো, তাহাতে বা কি হইবে ? কশাঘাতও আমার অন্তর হইতে ধৰ্ম্মকথা ছাড়াইবে না। তথন তাহার কৰ্ত্ত কহিলেন, যদি তোর এই রূপ মনস্থ হয়, তবে তুই আমার কুঠীতে চাকরি না করিয়া আমার ক্ষেত্রের কৰ্ম্ম করিয়া কাল ষাপন করিতে যা । ইহা শুনিয়া শাম কিঞ্চিম্মাত্র চঞ্চল হইল না ; কারণ সে পূৰ্ব্বে সমপূর্ণ বিবেচনা করিয়াছিল। অতএব তাহার কৰ্ত্ত তাহাকে ইক্ষুক্ষেত্রে পাঠাইলেন ; তাহাতে প্রথমে রৌদ্র ও পরিশ্রম প্রযুক্ত তাহার শারীরিক ক্লেশ ও আন্তরিক দুঃখ বোধ হইল, তথাপি অল্প কালের মধ্যে তাহার মন সুস্থির হইল ; কেননা ঐ ক্ষেত্রে তাহার তিন শত সঙ্গি দাস থাকাতে সে তাহাদের ত্রাণাকাড়ী হইয়া কৰ্ম্ম করণ কালীন তাহাদিগকে ত্রাণকত্তা বিষয়ক প্রসঙ্গ কহিতে এব° উপদেশ শ্রবণে প্রবৃত্তি দিতে লাগিল। তাহাতে উক্ত তিন শত ব্যক্তির মধ্যে н 2